শিরোনাম
◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি ◈ ১০ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস ◈ ২৪ ঘন্টার ব্যবধানে সোনার ভরিতে বাড়লো ৫৩৪২ টাকা ◈ পর্যটকদের ওপর গুলি, কাশ্মীরে নিহত অন্তত ২৪

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৪ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসিনা জীবনেও বাংলাদেশে আসতে পারবে না: ফজলুর রহমান

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, এখন আওয়ামী লীগের নেতারা স্বপ্ন দেখে, হাসিনা নাকি এসে পড়বে, দেশে ঢুকে যাবে। আসেন, ঢুকে যান। আপনে ঢুকে যাবেন তো পালাইছেন কেন? আপনি আসতে পারবেন না। আপনাকে চলে যেতে হয়েছে। হাসিনা জীবনে কোনোদিন বাংলাদেশে আসতে পারবে না।
 
কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধিতে গত মঙ্গলবার বিকালে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় এডভোকেট ফজলুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, হাসিনার মন্ত্রীরা কোথায়? ৫০টা মন্ত্রীর একটা মন্ত্রীও নাই সব পালাইছে। এমপি যত ছিল, একটাও নাই, সব পালাইছে। পৃথিবীর ইতিহাসে এমন ধরনের ঘটনা ঘটেনি।
 
এডভোকেট ফজলুর রহমান প্রতিষ্ঠিত জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মিসভায় সভাপতিত্ব করেন জয়সিদ্ধি ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. আদম আলী। তিনি বলেন, আমার ১৭ বছরের জীবন ধ্বংস করেছে আবদুল হামিদ ও হাসিনা।
হামিদ আর হাসিনা মিলে তারা আমার জীবন থেকে ১৭ বছর কেটে নিয়েছে। গত ১৭ বছরের মধ্যে এ এলাকার মানুষ আমাকে কোনো মাঠে দেখেনি। এখন থেকে সাত বছর আগে এই স্কুল মাঠে একটি মিটিং করার পারমিশনও নিয়েছিলাম। কিন্তু স্কুল মাঠে মিটিং দূরের কথা গেটটা তালা মেরে দিয়েছিল। আজকে আবদুল হামিদ কোথায়? আমি সারাজীবন বলেছি, হামিদ জিততে জিততে মারা যাবে আর আমি হারতে হারতে বেঁচে যাবো। এখন আর হামিদের খোঁজ নাই।
 
জয়সিদ্ধি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মারুফুল আলম খানের কর্মিসভায় অন্যদের মধ্যে ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়