শিরোনাম
◈ শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু ◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২৪ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়া পৌরসভার তিন কাউন্সিলর আটক

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া : কুষ্টিয়া পৌরসভার তিনজন ওয়ার্ড কাউন্সিলরকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কুষ্টিয়া পৌরসভা থেকে তাদের আটক করা হয়েছে।

 বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান। আটক তিন কাউন্সিলর হলেন- কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাইফ-উল-হক মুরাদ, ৬ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম ও ১১ নম্বর ওয়ার্ডের আনিছ কোরাইশী ।

ঘটনাস্থলে উপস্থিত পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাবাউদ্দিন সওদাগর বলেন, আজ পৌরসভায় মাসিক মিটিং ছিল। মিটিংয়ে সব কাউন্সিলর উপস্থিত ছিলেন। এর মধ্যে কয়েকজন হাজিরায় স্বাক্ষর করে চলে যান। বেলা ৩টার দিকে মিটিং শেষ করে কাউন্সিলররা বের হলে র‍্যাব তিনজনকে আটক করে নিয়ে যায়। তবে তাঁদের কী কারণে নিয়ে গেছে, তা তিনি জানেন না বলে জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কাউন্সিলর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যুর ঘটনায় করা মামলায় কয়েকজন কাউন্সিলর আসামি হয়েছেন। তাঁরা আজকের মাসিক সভায় উপস্থিত হয়েছিলেন। তবে হাজিরা খাতায় স্বাক্ষর করে বেলা সাড়ে ১২টার দিকে তাঁরা চলে যান।

র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান বলেন, কুষ্টিয়া মডেল থানায় হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী বলেন, গ্রেপ্তার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়