শিরোনাম
◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি ◈ ১০ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস ◈ ২৪ ঘন্টার ব্যবধানে সোনার ভরিতে বাড়লো ৫৩৪২ টাকা ◈ পর্যটকদের ওপর গুলি, কাশ্মীরে নিহত অন্তত ২৪

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২৪ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়া পৌরসভার তিন কাউন্সিলর আটক

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া : কুষ্টিয়া পৌরসভার তিনজন ওয়ার্ড কাউন্সিলরকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কুষ্টিয়া পৌরসভা থেকে তাদের আটক করা হয়েছে।

 বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান। আটক তিন কাউন্সিলর হলেন- কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাইফ-উল-হক মুরাদ, ৬ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম ও ১১ নম্বর ওয়ার্ডের আনিছ কোরাইশী ।

ঘটনাস্থলে উপস্থিত পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাবাউদ্দিন সওদাগর বলেন, আজ পৌরসভায় মাসিক মিটিং ছিল। মিটিংয়ে সব কাউন্সিলর উপস্থিত ছিলেন। এর মধ্যে কয়েকজন হাজিরায় স্বাক্ষর করে চলে যান। বেলা ৩টার দিকে মিটিং শেষ করে কাউন্সিলররা বের হলে র‍্যাব তিনজনকে আটক করে নিয়ে যায়। তবে তাঁদের কী কারণে নিয়ে গেছে, তা তিনি জানেন না বলে জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কাউন্সিলর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যুর ঘটনায় করা মামলায় কয়েকজন কাউন্সিলর আসামি হয়েছেন। তাঁরা আজকের মাসিক সভায় উপস্থিত হয়েছিলেন। তবে হাজিরা খাতায় স্বাক্ষর করে বেলা সাড়ে ১২টার দিকে তাঁরা চলে যান।

র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান বলেন, কুষ্টিয়া মডেল থানায় হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী বলেন, গ্রেপ্তার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়