শিরোনাম
◈ হাসিনার পদত্যাগ: সুপ্রিম কোর্টের স্পেশাল রেফারেন্সে যা ছিলো ◈ সৌদি আরব বৈদ্যুতিক জেট পরিষেবা চালু করছে হজ যাত্রীদের জন্য  ◈ সমন্বয়কদের আশ্বাসে বঙ্গভবন এলাকা ছাড়ছেন আন্দোলনকারীরা, নিরাপত্তা জোরদার ◈ ‘ডেঞ্জার অ্যালার্ট’, ঘূর্ণিঝড় ডানা ধেয়ে আসছে! ◈ বঙ্গভবনের সামনে পুলিশের ওপর চড়াও হল বিক্ষোভকারীরা, অস্ত্র ফেলে চলে যায় পুলিশ (ভিডিও) ◈ ভারতে একদিনে ৫৪ বাংলাদেশিকে গ্রেপ্তার ◈ মালয়েশিয়ায় ন্যানো স্যাটেলাইট আবিষ্কার করলেন বাংলাদেশি গবেষক তারিকুল ◈ প্রধান বিচারপতির সঙ্গে আইন ও তথ্য উপদেষ্টার বৈঠক ◈ অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলো যাদের জন্য  ◈ বঙ্গভবনের ব্যারিকেড ভাঙার চেষ্টা : সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ আহত ২০

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪০ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ কেজি হেরোইন উদ্ধার

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনববাগঞ্জে মহানন্দা নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর কাজিপাড়ার মহানন্দা নদীর পাড় থেকে মাদক গুলো উদ্ধার করা হয়।

এ ছাড়াও আরেকটি পৃথক যৌথ বাহিনীর অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৯০ গ্রাম হেরোইনসহ ১টি ওয়ানশুটার গান উদ্ধার করে।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর কাজিপাড়ায় অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা হেরোইন ফেলে পালিয়ে যায়। এ সময় ১০ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ দিকে চাঁপাইনববাগঞ্জ শহরের রেহাইচর এলাকা থেকে র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫৯০ গ্রাম হেরোইনসহ ১টি ওয়ানশুটার গান উদ্ধার করে। বুধবার রাতে সড়ক ও সেতু ভবনের উত্তর পার্শ্বে মহানন্দা নদীর পাড়ে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মাদক ও অস্ত্র উদ্ধার করে। এই দু’ঘটনায় উদ্ধারকৃত হেরোইন ও অস্ত্র চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়