শিরোনাম
◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি ◈ ১০ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস ◈ ২৪ ঘন্টার ব্যবধানে সোনার ভরিতে বাড়লো ৫৩৪২ টাকা ◈ পর্যটকদের ওপর গুলি, কাশ্মীরে নিহত অন্তত ২৪ ◈ ঢাকা সিটি কলেজ দুইদিন বন্ধ ◈ জাতীয় নাগরিক পার্টি রাজনীতির সেই পুরনো পথেই কি হাঁটছে? ◈ সৌদি আরবে নরেন্দ্র মোদীর সফর কেন গুরুত্বপূর্ণ? ◈ মে দিবসে নয়াপল্টনে বড় শ্রমিক সমাবেশ করবে বিএনপি, প্রধান অতিথি থাকবেন তারেক রহমান

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪০ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ কেজি হেরোইন উদ্ধার

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনববাগঞ্জে মহানন্দা নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর কাজিপাড়ার মহানন্দা নদীর পাড় থেকে মাদক গুলো উদ্ধার করা হয়।

এ ছাড়াও আরেকটি পৃথক যৌথ বাহিনীর অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৯০ গ্রাম হেরোইনসহ ১টি ওয়ানশুটার গান উদ্ধার করে।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর কাজিপাড়ায় অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা হেরোইন ফেলে পালিয়ে যায়। এ সময় ১০ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ দিকে চাঁপাইনববাগঞ্জ শহরের রেহাইচর এলাকা থেকে র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫৯০ গ্রাম হেরোইনসহ ১টি ওয়ানশুটার গান উদ্ধার করে। বুধবার রাতে সড়ক ও সেতু ভবনের উত্তর পার্শ্বে মহানন্দা নদীর পাড়ে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মাদক ও অস্ত্র উদ্ধার করে। এই দু’ঘটনায় উদ্ধারকৃত হেরোইন ও অস্ত্র চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়