শিরোনাম
◈ শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু ◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:২০ রাত
আপডেট : ১১ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে তিনটি দোকান দখল করলো বিএনপি নেতা 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় ব্যবসায়ীদের তিনটি দোকানঘর দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে বিএনপির এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার তামলা ইউনিয়নের রসুলপুর বাজারে থাকা পেঁয়াজ ব্যবসায়ী রঞ্জিত বিশ্বাস, আব্দুল হালিম মিয়া ও মোশারফ হোসেন মাতুব্বরের পাকা দোকানঘর দখলে নেন ওই বিএনপি নেতা। ভুক্তভোগী ব্যবসায়ীরা এ ঘটনায় পৃথকভাবে নগরকান্দা থানায় তিনটি লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে জানিয়েছেন তারা।

বরং অভিযোগ দেওয়ার পর থেকে ওই বিএনপি নেতার হুমকি-ধামকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। দখলকারী বিএনপি নেতার নাম মো. খায়রুজ্জামান মোল্যা (৩৫)। তিনি উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ও উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে রসুলপুর বাজারের খাল পাড়ে থাকা সরকারি জায়গা লিজ নিয়ে দোকানঘর নির্মাণ করে পেঁয়াজ-পাটের ব্যবসা করে আসছি আমরা। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন হঠাৎ ৬ আগস্ট দোকানের সামনে এসে বিএনপির স্থানীয় প্রভাবশালী নেতা খায়রুজ্জামান মোল্যা আমাদের দোকান থেকে বেরিয়ে যেতে বলেন। আমরা না বের হতে চাইলে তিনি আমাদের গালাগালি করে চলে যান। পরে আমরা দোকান বন্ধ করে বাড়িতে গেলে খায়রুজ্জামান এসে পাশাপাশি থাকা তিনটি দোকানে ডাবল তালা মেরে দেন।

বিষয়টি স্থানীয়রা কয়েক দফা মিমাংসা করে দিলেও দোকানের তালা খুলে দেননি খায়রুজ্জামান। এতে দোকানে থাকা বিপুল পরিমাণে পেঁয়াজ নষ্ট হতে শুরু করে। পরে বাধ্য হয়ে আমরা নগরকান্দা থানায় গত ১৩ সেপ্টেম্বর পৃথকভাবে তিনটি লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু থানা পুলিশ এখন পর্যন্ত অভিযুক্ত খায়রুজ্জামানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বরং থানায় অভিযোগ দেওয়ার পর থেকে ওই বিএনপি নেতা আমাদের নানাভাবে হত্যার হুমকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়