শিরোনাম
◈ বঙ্গভবনের সামনে পুলিশের ওপর চড়াও হল বিক্ষোভকারীরা, অস্ত্র ফেলে চলে যায় পুলিশ (ভিডিও) ◈ ভারতে একদিনে ৫৪ বাংলাদেশিকে গ্রেপ্তার ◈ মালয়েশিয়ায় ন্যানো স্যাটেলাইট আবিষ্কার করলেন বাংলাদেশি গবেষক তারিকুল ◈ প্রধান বিচারপতির সঙ্গে আইন ও তথ্য উপদেষ্টার বৈঠক ◈ অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলো যাদের জন্য  ◈ বঙ্গভবনের ব্যারিকেড ভাঙার চেষ্টা, বিক্ষোভের সময় সংঘর্ষে ২ শিক্ষার্থীসহ আহত ৩ (ভিডিও) ◈ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা ◈ তিন দিনের মাথায় ফের সোনার দামে নতুন ইতিহাস ◈ পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল জগন্নাথ শিক্ষার্থীরা ◈ জামিন পেলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৪ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারী কলেজ শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, আহত ৭

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারী কলেজ শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নার্সিং ও মিডওয়াইফারী কলেজ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানা যায়, ইনস্ট্রাক্টর ইনচার্জ আকবরী খানম কিছু সংখ্যক শিক্ষার্থীদেরকে সব সময় হাত করে রাখে, যাতে তার নিয়ম ও দুর্নীতি নিয়ে কেউ কথা বলতে না পারে। শিক্ষার্থীদের অভ্যন্তরীণ কোন বিষয় নিয়ে ঝামেলা হলেও তিনি অসহযোগিতা করেন। ফলে কলেজে এ ধরনের সমস্যা পরিক্রমায় বেড়ে চলছে। এসকল দূর্নীতির বিষয়ে শিক্ষার্থীদের একাংশ কলেজে প্রতিবাদ করতে গেলে শিক্ষার্থীদের আরেক একাংশের সাথে কলেজের সামনে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সাথে হামলার ঘটনা ঘটে। এতে সাত জন শিক্ষার্থী আহত হয়। আহতরা হলেন, ৩য় বর্ষের শিক্ষার্থী ইসরাফিল আহমেদ, শাকিল আহমেদ, ফারুক, ২য় বর্ষের সাব্বির, জয়, পিন্টুসহ আরও অনেকে। এ সময় ঘটনাস্থলে পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আহত শিক্ষার্থীরা ভয়ে এ বিষয়ে কথা বলতে না চাইলো তারা বলেছে, এ বিষয়টি আমাদের কলেজের অভ্যন্তরীন বিষয়। আর আপনারাতো জানছেন ও দেখেছেন। আমরা পরবর্তীতে কিছু বলতে চাইলে আপনাদের সাথে কথা বলব। 

এই বিষয়ে কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইনস্ট্রাক্টর সাহিদা আক্তার জানান, এই কলেজে শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে আত্নকোন্দল চলছে। এটির সমাধান প্রয়োজন।

এ ঘটনা সম্পর্কে একই কলেজের আরেক ইনস্ট্রাক্টর ফাতেমা আক্তার জানায়, কলেজের ইনস্ট্রাক্টর ইনচার্জ আকবরি খানমের বিরুদ্ধে অনেক দুর্ণীতির অভিযোগ। ফলে শিক্ষার্থীরা তার উপর ক্ষুব্ধ। কোটি কোটি টাকার বাজেট আসলেও দৃশ্যমান কোন উন্নতি নাই কলেজের। ফলে শিক্ষার্থীদের মধ্যে অসুন্তুষ্টি। 

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা ইতিমধ্যে ১৯ দফা দাবিও দিয়েছে। এছাড়া অনেক বিষয়ে আকবরি খানম শিক্ষার্থীদের সমানভাবে সহযোগিতা না করায় দিন দিন এ সমস্যা বেড়েই চলছে। আমি চাইনা আমার প্রিয় শিক্ষার্থীদের এমন দুরাবস্থা হোক। আমরা এর প্রতিকার চাই।

এই বিষয়ে কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইনস্ট্রাক্টর ইনচার্জ আকবরি খানমের মুঠোফোনের একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়