শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:২৯ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় বিদেশী পিস্তলসহ এক রোহিঙ্গা  গ্রেফতার

কায়সার হামিদ মানিক,উখিয়া : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৪ এপিবিএন পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল ৫ রাউন্ড পিস্তলের গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।  গ্রেফতারকৃত রোহিঙ্গা ৮ নম্বর ক্যাম্পের ৪৯/এইচ-ব্লকের কালা মিয়ার ছেলে সৈয়দ আলম প্রকাশ আবু সাদ প্রকাশ আব্বাস(৩৭)

ববুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে বালুখালী ক্যাম্প-৮/ওয়েস্ট এর মেইন-ব্লক-বি, সাব-ব্লক-আই/১৪ এলাকার রোহিঙ্গা জোবায়েরের চায়ের দোকানের উত্তর পার্শ্বে থেকে তাকে গ্রেফতার করা হয়। 

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল বলেন, ভোর ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, সহকারী পুলিশ সুপার অংশু কুমার দেব এর নেতৃত্বে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৮/ওয়েস্ট এর মেইন-ব্লক-বি, সাব-ব্লক-আই/১৪ এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। 

তিনি আরও জানান,এসময় গ্রেফতার রোহিঙ্গার দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির কোমরের ডানপাশে গোঁজানো অবস্থায় ১টি বিদেশী পিস্তল যার ম্যাগজিনে ৫ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।  গ্রেফতারকৃত রোহিঙ্গার বিরুদ্ধে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।  ক্যাম্প হেফাজতে নিয়ে আসা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়