গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সতীশ রায় ঠাকুর (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচ জন।
গতকাল মঙ্গলবার রাতে মুকসুদপুর উপজেলার মহিষতুলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তফা কামাল জানান, বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ওই গ্রামের সুদীপ মৌলিক ও মিলন মন্ডলের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দুই বংশের লোকজনের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়।
এ সময় একই গ্রামের সতীশ রায় ঠাকুর ঠেকাতে গেলে পেছন দিক থেকে তাঁর মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই সতীশ নিহত হন। এ ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, সতীশ রায় ঠাকুরকে রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসা হলেও আসার আগেই তিনি মারা যান।