শিরোনাম
◈ হাসিনার পদত্যাগ: সুপ্রিম কোর্টের স্পেশাল রেফারেন্সে যা ছিলো ◈ সৌদি আরব বৈদ্যুতিক জেট পরিষেবা চালু করছে হজ যাত্রীদের জন্য  ◈ সমন্বয়কদের আশ্বাসে বঙ্গভবন এলাকা ছাড়ছেন আন্দোলনকারীরা, নিরাপত্তা জোরদার ◈ ‘ডেঞ্জার অ্যালার্ট’, ঘূর্ণিঝড় ডানা ধেয়ে আসছে! ◈ বঙ্গভবনের সামনে পুলিশের ওপর চড়াও হল বিক্ষোভকারীরা, অস্ত্র ফেলে চলে যায় পুলিশ (ভিডিও) ◈ ভারতে একদিনে ৫৪ বাংলাদেশিকে গ্রেপ্তার ◈ মালয়েশিয়ায় ন্যানো স্যাটেলাইট আবিষ্কার করলেন বাংলাদেশি গবেষক তারিকুল ◈ প্রধান বিচারপতির সঙ্গে আইন ও তথ্য উপদেষ্টার বৈঠক ◈ অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলো যাদের জন্য  ◈ বঙ্গভবনের ব্যারিকেড ভাঙার চেষ্টা : সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ আহত ২০

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০১:২০ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের ভুয়া জন্ম নিবন্ধন ‘চক্র’

শাহাজাদা এমরান,কুমিল্লা : কুমিল্লা পাসপোর্ট অফিস ঘিরে রোহিঙ্গাদের ভুয়া জন্ম নিবন্ধনে পাসপোর্ট তৈরীর একাধিক চক্র সক্রিয় রয়েছে। এরই মধ্যে গত ১৫ ফেব্রুয়ারি ইয়াছির নামের একজন রোহিঙ্গা নাগরিকের ভ‚য়া জন্ম নিবন্ধনে পাসপোর্ট তৈরী করতে গিয়ে চক্রের কিছু সদস্যরা আলোচনায় আসেন। ইয়াছির আটকের পর থানায় মামলাও হয়। এ মামলায় গ্রেফতার হয় চক্রের আরও ৫ সদস্য। 

কিন্তু সাত মাস অতিবাহিত হরেও পুলিশ ওই চক্রের মুল হোতাদের এখনো চিহিৃত ও গ্রেফতার করতে পারেনি। ওই চক্রের একজন জেলার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের নিবন্ধন সহকারী (সচিব) ইসমাইল হোসেন। ভুয়া জন্ম নিবন্ধন দেয়ার অভিযোগে গত ২০ জুন রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গ্রেফতার হয়ে তিনি বর্তমানে কুমিল্লা কারাগারে আছেন। ইসমাইল জেলার আদর্শ উপজেলার ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের গুনানন্দি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

বিভিন্ন সূত্রে জানা যায়, পাসপোর্ট অফিস ঘিরে বেশ কয়েকটি দালাল চক্র রয়েছে। এ চক্র ইতিপূর্বে মোটা অংকের টাকার বিনিময়ে রোহিঙ্গাদের ভ‚য়া জন্ম নিবন্ধন ও এনআইডির তৈরী করে পাসপোর্ট করে দিত। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি দুপুরে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের ভুয়া পরিচয়ে জন্ম নিবন্ধন বানিয়ে পাসর্পোট করতে এসে ইয়াছির (১৯) নামের
এক রোহিঙ্গা যুবক গ্রেফতার হন। সে পাসপোর্ট অফিস সংলগ্ন মদিনা ট্রাভেলসের হাসান মাহমুদ ও মোশাররফ নামে ২ দালালের কাছে পাসপোর্ট করার চুক্তি করেন। পরে ওই চক্র কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পশ্চিম ঘোড়াশাল গ্রামের ভুয়া ঠিকানায় রোহিঙ্গা যুবক ইয়াছিরের সকল কাগজপত্র তৈরি করে দেয়। ওই ঘটনায় গত ১৬ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন পাসপোর্ট অফিসের কম্পিউটার অপারেটার মোহাম্মদ বেলায়েত হোসেন। পরে পাসপোর্ট অফিস এলাকা এবং মুরাদনগর থেকে জ¦ালিয়াতিতে জড়িত ফয়সাল, মোশারফ, নাসির উল্লাহ ও শরীফুল ইসলামকে গ্রেফতার করে ডিবি পুলিশ। 

আসামিদের স্বীকারোক্তির পর গত ২০ জুন রাতে গ্রেফতার হন মুরাদনগর সদর ইউনিয়নের নিবন্ধন সহকারী ইসমাইল হোসেন। তদন্ত সংস্থার সূত্র জানায় ‘এই চক্রে কারাবন্দী ইসমাইল হোসেন একা নন। আরও বেশ কয়েকজন জড়িত থাকতে পারে। ওই চক্রই কারাবন্দী ইসমাইলকে বের করতে দৌড়ঝাপ করছে। ’

# দায় এড়িয়ে যাচ্ছেন দুই ইউনিয়ন পরিষদ :
এদিকে রোহিঙ্গা যুবক ইয়াছিরের ভ‚য়া জন্ম নিবন্ধন নিয়ে মুরাদনগর সদর ইউনিয়ন ও পাশের পাহাড়পুর ইউনিয়ন পরিষদের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। পাহাড়পুর ইউনিয়নের নিবন্ধন সহকারী আনিছুর রহমান বলেন, আদালতে জবানবন্দীতে আসামিরা সদর
ইউনিয়ন থেকে জ¦ালিয়াতির করে জন্ম সনদের কথা বললেও এখন দায় চাপানো হচ্ছে তার পরিষদের উপর। কারণ আসল জন্ম নিবন্ধনটি ছিল পাহাড়পুর ইউনিয়নের। যা জালিয়াতি করেছে সদর ইউনিয়ন পরিষদ। এর আগে গ্রেফতার রোহিঙ্গা যুবক ইয়াছিরও আদালতে ১৬৪
ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দীতে ভ‚য়া জন্ম নিবন্ধনটি সদর ইউনিয়নের ইসমাইলের নিকট থেকে নিয়েছেন বলে জানিয়ে ছিলেন। তবে মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী তুফরিজ এটন বলেন, পুরো বিষয়টি ডিবি পুলিশ তদন্ত করছে।

জ¦ালিয়াতি কোথায় থেকে হয়েছে তা লোকানোর সুযোগ নেই। জন্ম নিবন্ধনের প্রিন্ট কপিতে তার স্বাক্ষরটি স্কেন করা বলে তিনি দাবি করেন।
মঙ্গলবার বিকালে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রিপন দাস বলেন, গ্রফতার আসামিদের জবানবন্দীর পর রোহিঙ্গা যুবককে ভ‚য়া জন্মনিবন্ধন দেওয়ার অভিযোগে মুরাদনগর সদর ইউনিয়নের সচিব ইসমাইল হোসেনকে
গ্রেফতার করা হয়। সে বর্তমানে কারাগারে আছে। ভ‚য়া জন্ম নিবন্ধনের বিষয়ে বেশ কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে শিগগিরই আদালতে চার্জশিট দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়