শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০১:২৬ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাগড়াছড়ি থেকে পুলিশ পরিদর্শক মাজহার গ্রেফতার

মাসুদ আলম : এ রিপোর্ট লিখার সময় (রাত ১২টা) তাকে ঢাকায় আনা হচ্ছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাজহার ছিলেন পুলিশ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক। রাজধানীর যাত্রাবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চলসহ বিভিন্ন থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি গুলশান থানার ওসি ছিলেন। 

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১২ আগস্ট তাকে খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলী করা হয়। 

পুলিশ জানায়, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে গত রোববার দুই পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়। তারা হলেন, শোয়াইবুর রহমান ও সজীব সরকার। সোমবার তাদের ৩ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

এর আগে সকালে তাদের নামে মামলা করে শাহজাহানপুর থানার এস আই অমিত হাসান মাহমুদ। গ্রেফতার জয় এবং সজীবের দেওয়া তথ্য অনুযায়ী মাজহারকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শোয়াইবুর রহমান জয় ও সজীব সরকার গত ৬ আগস্ট সকাল থেকে ১৫ সেপ্টেম্বর রাত ৯ টা পর্যন্ত বিভিন্ন সময় তাদের ফেসবুক আইডি এবং লিংক সমূহ ব্যবহার করে পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণী ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টসহ জনসাধারণের সেবা বাধাগ্রস্ত এবং বিনষ্ট করার জন্য উস্কানিমূলক বার্তা পোষ্ট করছে। এই ধরনের পোস্ট দেওয়ার ক্ষেত্রে সাবে ওসি মাজহারসহ ডিএমপি সাবেক কয়েকজন পদস্থ কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের একাধিক সূত্র জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়