শিরোনাম
◈ প্রধান বিচারপতির সঙ্গে আইন ও তথ্য উপদেষ্টার বৈঠক ◈ অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলো যাদের জন্য  ◈ বঙ্গভবনের ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের গুলিতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধসহ আহত ৩ (ভিডিও) ◈ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা ◈ তিন দিনের মাথায় ফের সোনার দামে নতুন ইতিহাস ◈ পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল জগন্নাথ শিক্ষার্থীরা ◈ জামিন পেলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ◈ বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি : প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব (ভিডিও) ◈ সেন্টমার্টিনে পর্যটকরা যেতে পারবেন, তবে থাকছে নানান বিধি নিষেধ (ভিডিও)

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০১:২৬ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাগড়াছড়ি থেকে পুলিশ পরিদর্শক মাজহার গ্রেফতার

মাসুদ আলম : এ রিপোর্ট লিখার সময় (রাত ১২টা) তাকে ঢাকায় আনা হচ্ছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাজহার ছিলেন পুলিশ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক। রাজধানীর যাত্রাবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চলসহ বিভিন্ন থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি গুলশান থানার ওসি ছিলেন। 

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১২ আগস্ট তাকে খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলী করা হয়। 

পুলিশ জানায়, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে গত রোববার দুই পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়। তারা হলেন, শোয়াইবুর রহমান ও সজীব সরকার। সোমবার তাদের ৩ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

এর আগে সকালে তাদের নামে মামলা করে শাহজাহানপুর থানার এস আই অমিত হাসান মাহমুদ। গ্রেফতার জয় এবং সজীবের দেওয়া তথ্য অনুযায়ী মাজহারকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শোয়াইবুর রহমান জয় ও সজীব সরকার গত ৬ আগস্ট সকাল থেকে ১৫ সেপ্টেম্বর রাত ৯ টা পর্যন্ত বিভিন্ন সময় তাদের ফেসবুক আইডি এবং লিংক সমূহ ব্যবহার করে পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণী ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টসহ জনসাধারণের সেবা বাধাগ্রস্ত এবং বিনষ্ট করার জন্য উস্কানিমূলক বার্তা পোষ্ট করছে। এই ধরনের পোস্ট দেওয়ার ক্ষেত্রে সাবে ওসি মাজহারসহ ডিএমপি সাবেক কয়েকজন পদস্থ কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের একাধিক সূত্র জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়