শিরোনাম
◈ প্রধান বিচারপতির সঙ্গে আইন ও তথ্য উপদেষ্টার বৈঠক ◈ অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলো যাদের জন্য  ◈ বঙ্গভবনের ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের গুলিতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধসহ ৩ আহত (ভডিও) ◈ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা ◈ তিন দিনের মাথায় ফের সোনার দামে নতুন ইতিহাস ◈ পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল জগন্নাথ শিক্ষার্থীরা ◈ জামিন পেলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ◈ বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি : প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব (ভিডিও) ◈ সেন্টমার্টিনে পর্যটকরা যেতে পারবেন, তবে থাকছে নানান বিধি নিষেধ (ভিডিও)

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৮ হাজার টাকা চাওয়া হচ্ছে এক হালি ইলিশের দাম 

সোমবার (১৬ সেপ্টেম্বর) চাঁদপুর বড়স্টেশন মাছঘাট ঘুরে দেখা যায়, ক্রেতা, ব্যবসায়ী আর শ্রমিকের ভিড়ে পা রাখাই কঠিন। দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসছেন ইলিশ কিনতে। দাম চড়া দেখে হতাশা প্রকাশ করছেন ক্রেতারা।

ইলিশের সবচেয়ে বড় বাজার চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণকেন্দ্রে বেড়েছে ইলিশের আমদানি। কিন্তু দাম কমছে না। এ বাজারে দুই কেজি সাইজের এক হালি ইলিশের দাম ২৮ হাজার টাকা হাঁকিয়েছেন এক মাছ বিক্রেতা।

তার দাবি, মাছগুলো চাঁদপুরের পদ্মা নদীর। যদিও আরেক ব্যবসায়ী বলছেন, দুই কেজি ওজনের এসব মাছ চাঁদপুরের নয়, এগুলো বার্মিজ।

চাঁদপুর বড়স্টেশনের মৎস্য অবতরণকেন্দ্রের অন্যতম মাছ বিক্রেতা হৃদয় বলেন, ‘আমার এখানে দুই কেজি সাইজের ওপরে এমন বড় সাইজের চারটি ইলিশ আছে। সকালে মাছগুলো বাজারে এনেছি। এ চারটি মাছ সাড়ে ৮ কেজি ওজন হবে।’

তিনি এই মাছের প্রতিকেজির দাম হাঁকেন ৩ হাজার ৫০০ টাকা। সে হিসেবে প্রতিটি মাছের দাম পড়বে ৭ হাজার টাকার বেশি। অর্থাৎ এই মাছ বিক্রেতা চারটি ইলিশের দাম হাঁকিয়েছেন ২৮ হাজার টাকা।

এত দাম চাওয়ার কারণ ব্যাখ্যায় এই বিক্রেতা বলেন, ‘এগুলো চাঁদপুরের নদীর অরিজিনাল ইলিশ। মাছগুলো পুরোপুরি ফ্রেশ এবং তাজা। বড় মাছ তাই সামান্য ডিম হবে।’

চাঁদপুর বড়স্টেশন মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, ‘বাজারে এখন ছোট মাছের আমদানি বেশি হচ্ছে। যেগুলো ৪-৫টা মাছে এক কেজি ওজন হয়। এই সাইজের মাছ ৫০০ থেকে সাড়ে ৫০০ টাকা। আর এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৭০০ টাকা দরে।

বাজারে দুই কেজি ওজনের ইলিশ চড়া দাম চাওয়া হচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এগুলো বার্মিজ। দুই কেজি ওজনের মাছ এখন আমাদের এখানে নাই। তারা হয়তো মিথ্যা কথা বলছে। চাঁদপুরের নদীতে দেড় কেজি ওজনের মাছ পাওয়াটাই কঠিন। দুই কেজি পাবো কোথায়?’

তিনি বলেন, ‘আগামী মাসে অভিযান শুরু হতে পারে। হয়তো আর দুই সপ্তাহ মাছ ধরার সুযোগ থাকবে। এই সময়ের মধ্যে মাছের আমদানি কতটা হবে তা বলতে পারছি না।’ উৎস: বাংলাট্রিবিউন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়