শিরোনাম
◈ তিন দিনের মাথায় ফের সোনার দামে নতুন ইতিহাস ◈ পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল জগন্নাথ শিক্ষার্থীরা ◈ জামিন পেলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ◈ বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি : প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব (ভিডিও) ◈ সেন্টমার্টিনে পর্যটকরা যেতে পারবেন, তবে থাকছে নানান বিধি নিষেধ (ভিডিও) ◈ প্রবাসী সরকার গঠন নিয়ে রাজনীতিতে নতুন আলোচনা ◈ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সমন্বয়ক হাসনাত ◈ জীবন দিতে প্রস্তুত আছি, ফ্যাসিস্টদের উত্থান সহ্য করা হবে না: বিক্ষোভ কর্মসূচিতে সারজিস ◈ ১ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৩১ বিকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ১০ কেজি স্বর্ণ ও নগদ টাকাসহ আটক-২

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ স্বর্ণ, নগদ টাকার চালানসহ দুই চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

তিনি প্রেস বার্তার মাধ্যমে জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী ১৬ সেপ্টেম্বর সোমবার গভীর রাতে বিজিবির অভিযানিক দল টেকনাফ পৌরসভার অলিয়াবাদ নামক এলাকা থেকে ১০.৫ কেজি স্বর্ণের চালানসহ মিয়ানমার নাগরিক দুই রোহিঙ্গা চোরাকারবারীকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে বাংলাদেশী নগদ ৪ লাখ ৭৮ হাজার ২৪০ টাকা, ২ লাখ ২৯ হাজার ৫০০ মিয়ানমার মুদ্রাও উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত দুই চোরাকারবারী হচ্ছে- মিয়ানমার মংডু সোদাপাড়া এলাকার মৃত ইউনুছের পুত্র মো.হাফিজুর রহমান (২৮), একই এলাকার মৃত সুলতানের পুত্র মো. আনোয়ার (৩০)।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১১ কোটি টাকা। দুই চোরাকারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়