শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৩১ বিকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ১০ কেজি স্বর্ণ ও নগদ টাকাসহ আটক-২

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ স্বর্ণ, নগদ টাকার চালানসহ দুই চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

তিনি প্রেস বার্তার মাধ্যমে জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী ১৬ সেপ্টেম্বর সোমবার গভীর রাতে বিজিবির অভিযানিক দল টেকনাফ পৌরসভার অলিয়াবাদ নামক এলাকা থেকে ১০.৫ কেজি স্বর্ণের চালানসহ মিয়ানমার নাগরিক দুই রোহিঙ্গা চোরাকারবারীকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে বাংলাদেশী নগদ ৪ লাখ ৭৮ হাজার ২৪০ টাকা, ২ লাখ ২৯ হাজার ৫০০ মিয়ানমার মুদ্রাও উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত দুই চোরাকারবারী হচ্ছে- মিয়ানমার মংডু সোদাপাড়া এলাকার মৃত ইউনুছের পুত্র মো.হাফিজুর রহমান (২৮), একই এলাকার মৃত সুলতানের পুত্র মো. আনোয়ার (৩০)।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১১ কোটি টাকা। দুই চোরাকারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়