শিরোনাম
◈ ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো স্বর্ণের দাম ◈ বেনজীরের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারপোল, জানাল পুলিশ ◈ শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু ◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৩১ বিকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ১০ কেজি স্বর্ণ ও নগদ টাকাসহ আটক-২

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ স্বর্ণ, নগদ টাকার চালানসহ দুই চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

তিনি প্রেস বার্তার মাধ্যমে জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী ১৬ সেপ্টেম্বর সোমবার গভীর রাতে বিজিবির অভিযানিক দল টেকনাফ পৌরসভার অলিয়াবাদ নামক এলাকা থেকে ১০.৫ কেজি স্বর্ণের চালানসহ মিয়ানমার নাগরিক দুই রোহিঙ্গা চোরাকারবারীকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে বাংলাদেশী নগদ ৪ লাখ ৭৮ হাজার ২৪০ টাকা, ২ লাখ ২৯ হাজার ৫০০ মিয়ানমার মুদ্রাও উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত দুই চোরাকারবারী হচ্ছে- মিয়ানমার মংডু সোদাপাড়া এলাকার মৃত ইউনুছের পুত্র মো.হাফিজুর রহমান (২৮), একই এলাকার মৃত সুলতানের পুত্র মো. আনোয়ার (৩০)।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১১ কোটি টাকা। দুই চোরাকারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়