শিরোনাম
◈ ব্যবসায়ী ট্রাম্পের ‌‘লেনদেনভিত্তিক কূটনীতিকে’ মেনে নিয়েই কাজ করছে বাংলাদেশ ◈ যেসব সিদ্ধান্ত এলো বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন থেকে  ◈ রাতে পরপর গুলির শব্দ, উদ্ধার হলো ৩ যুবকের মরদেহ ◈ এবার রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে? ◈ শিবির নেতার ওপর হামলা, ছাত্রদলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তা ◈ পশ্চিমতীরে তীব্র অভিযানের নির্দেশ নেতানিয়াহুর ◈ চ্যাম্পিয়নস ট্রফি, আফগানিস্তানকে ১০৭ রানে হারালো দক্ষিণ আফ্রিকা ◈ স্ত্রীর সামনে ফিল্মি স্টাইলে যুবদল কর্মীকে কু.পিয়ে হত্যা ◈ সৌদি আরবে কর্মী পাঠানোয় রেকর্ড হলেও রেমিট্যান্স আয়ে পতন কেন?

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৫ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নানকের ভারতে পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা-তল্লাশি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্ত দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক পালিয়ে যাচ্ছেন- এমন খবরে অভিযান চালিয়েছে পুলিশ ও বিজিবির যৌথবাহিনী।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে ফুলতলা সীমান্ত এলাকায় অভিযান শুরু হয়। অভিযানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দিপঙ্কর ঘোষ ও জুড়ী থানার ওসি মেহেদী হাসান।

জানা যায়, সোমবার দুপুরের দিকে জাহাঙ্গীর কবির নানক জুড়ীর ফুলতলা সীমান্ত দিয়ে ভারত পালানোর চেষ্টা করছেন এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ফুলতলা সীমান্তের আশপাশের এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ওই এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল আলম লিজনের বাসায় ও সন্দেহজনক কয়েকটি স্থানে অভিযান চালানো হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

 তবে বিজিবির একটি সূত্রে জানা যায়, বাংলাদেশ সীমান্তের চুংগাবাড়ী এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক রোহিঙ্গাকে পুশ ব্যাক করতে চাইলে বিজিবি বাধা দেয়।

এলাকাবাসীর অনেকের ধারণা, এ ঘটনা থেকে জাহাঙ্গীর কবির নানক পালিয়ে যাচ্ছেন- এরকম সংবাদ ছড়িয়ে পড়তে পারে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ওই এলাকার বিভিন্ন স্থানে তল্লাশী চালানো হয়। তবে এখনো পর্যন্ত তাকে পাওয়া যায়নি। অভিযান অব্যাহত আছে। উৎস: ইত্তেফাক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়