শিরোনাম
◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ০২:২৪ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে বৃদ্ধা নারীর গলা কাটা লাশ উদ্ধার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি :  রাজশাহী নগরীতে এক বিধবা নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পাঁচ বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে তিনি একাই থাকতেন। মবার নগরের শাহমখদুম থানার রায়পাড়া মহল্লায় তাঁর ঘরের মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। 

রোববার দিবাগত রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয় বাসিন্দা ও পুলিশের। নিহতের নাম শ্রী রাণী (৫০)। তাঁর স্বামী অজয় পাঁচ বছর আগে মারা গেছেন। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, শ্রী রাণীর আপন বলতে কেউ নেই। স্বামীর মৃত্যুর পর তিনি বাড়িতে একাই থাকতেন  রোববার দিবাগত রাতের কোনো এক সময় নিজ বাড়িতে তাঁকে গলা কেটে হত্যা করা হয়। সকালে প্রতিবেশীরা তাঁর বাড়ি গিয়ে ঘরের মেঝেতে রাণীর গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেন। 

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়েও ঘটনার তদন্ত করছেন। কে বা কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।  এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়