শিরোনাম
◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও)

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৩৪ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এগারো বছরের কিশোরকে গ্রেফতার

পাবনার সাঁথিয়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সিয়াম (১১) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া পৌরসভাধীন পিপুলিয়া গ্রামে।

এ ঘটনায় শিশুটির দাদি বাদী হয়ে রোববার সাঁথিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

থানায় মামলা সূত্রে জানা গেছে, তার বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করার সুবাদে সাঁথিয়া পৌরসভার ওই শিশুটি দাদির কাছে থেকে পড়ালেখা করে। শুক্রবার সন্ধ্যায় শিশুটি পার্শ্ববর্তী তার আত্মীয় সোনিয়া খাতুনের কাছে প্রাইভেট পড়তে যায়। এ সময় প্রাইভেট শিক্ষক সোনিয়া খাতুনকে নামাজ পড়তে দেখে শিশুটি উঠানে দাঁড়িয়ে ছিল। এ সুযোগে ১১ বছরের ওই কিশোর ডেকে নিয়ে চাচাতো ভাই সিরাজুল ইসলামের বসতঘরে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি বিষয়টি বাড়িতে গিয়ে তার দাদিকে জানায়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে পাবনা সদর হাসপাতালে ওসিসিতে ভর্তি করা হয়।

এ ঘটনায় শনিবার রাতে শিশুটির দাদি বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগ দিলে পুলিশ রোববার ভোর রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। 

সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে রোববার পাবনা আদালতে পাঠানো হয়েছে। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়