শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ০১:০৮ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুখী-সমৃদ্ধ লক্ষ্মীপুর গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : ডিসি লক্ষ্মীপুর

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর: সকলের জন্য একটি নিরাপদ, সুখী, সুন্দর ও উন্নত-সমৃদ্ধ লক্ষ্মীপুর উপহার দেওয়া আমাদের কর্তব্য। লক্ষ্মীপুর জেলাকে একটি সুখী-সমৃদ্ধ জেলায় রূপান্তরিত করতে হলে সকলের ঐক্যবদ্ধতার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন, লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) রাজীব কুমার সরকার। রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ডিসি এ মন্তব্য করেন। 

নবাগত জেলা প্রশাসক তাঁর বক্তব্যে আরও বলেন, লক্ষ্মীপুরকে উন্নত সমৃদ্ধ করার লক্ষ্যে আমরা সবাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। লক্ষ্মী হচ্ছে সৌভাগ্যের পথিক। আমরা বলি লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে। এগুলো আমরা মঙ্গল অর্থে ব্যবহার করি। অর্থাৎ সৌভাগ্যের নগরবাসী, সমৃদ্ধি নগরবাসী। লক্ষ্মীপুরকে সমৃদ্ধশালী, ঐশ্বর্য নগরী করতে চাই। এ দায়িত্ব ও পরিকল্পনা নিয়ে আমি এসেছি। আমি বিশ্বাস করি এটি বাস্তবায়ন করতে হলে (আপনাদের) সাংবাদিকদের শক্তিশালী ভূমিকা আমাকে সাহায্য করবে। স্বপ্ন বাস্তবায়নে জেলা বাসীর যথেষ্ট সমর্থন দিবেন বলেও আমি আশা করি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,
স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সম্রাট খিঁশা ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।

এ সময় সিনিয়র সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, আ.হ.ম মোস্তাকুর রহমান, কামাল উদ্দিন হাওলাদার, সেলিম উদ্দিন নিজামী, মো. আবদুল মালেক, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম স্বপন, মাজহারুল আনোয়ার টিপু, আব্বাস হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়