তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের (শিক্ষা মানব সম্পদ বিষয়ক সম্পাদক) আব্দুল কাইয়ুম (৪৫) কে আটক করেছে পুলিশ।
(১৫ সেপ্টেম্বর) রোববার রাতে পৌর শহরের সরকারপাড়া নিজ বাড়ি থেকে আটক করা হয়। সে ঐ এলাকার আব্দুর নূর মিয়ার ছেলে। এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় দায়ে মাঈশা (৩০) নামে এক নারী পতিতাসহ উজ্জল মিয়াকে আটক করা হয়।
পুলিশ ও স্হানীয়রা জানায়, অসামাজিক কার্যকলাপ করাকালীন সময় গভীর রাতে স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে ৯৯৯ এর মাধ্যমে সংবাদপ্রাপ্ত হইয়া সদর মডেল থানার (এস আই) মোতালিব সঙ্গীয় ফোর্স সহ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আসামিদেরকে ২৯০ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামি তথা স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল কাইয়ুম এর আগেও আখাউড়া হোটেলে নারী সহ আটক হয়েছিল।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাফফর হোসেন বলেন, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। জেলা বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।