শিরোনাম
◈ ১ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি ◈ আজারবাইজানকে "ভাল বন্ধু" হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ◈ এখনো ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ, ইনিংস পরাজয় এড়াতে লড়ছে শান্তরা ◈ কোটি টাকার স্পন্সর পেলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ◈ এ সপ্তাহেই রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের আল্টিমেটাম (ভিডিও) ◈ সুখবর: প্রাথমিকে ৯৫৭২ সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি, আছে শর্ত ◈ পদত্যাগ করা সমন্বয়কদের নতুন সংগঠনের নাম ঘোষণা, বললেন আবারও রক্ত ঝরাতে প্রস্তুত ◈ ব্যয় কমাতে কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়লো ক্রিকেট ◈ আরেক দফা বাড়ছে নীতি সুদহার, বাড়বে সব ধরনের সুদ ◈ লন্ডনে আলিশান বাড়িতেই আছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, আমিরাতে আরও ৩০০ বাড়ির সন্ধান (ভিডিও)

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 মৌলভীবাজারে শিশু বানর ও পাহাড়ি ময়না পাখি উদ্ধার করলো বন বিভাগ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মোঃ জালাল উদ্দিন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে খাঁচাবন্দী একটি শিশু বানর (Rhesus Macaque) ও একটি পাহাড়ি ময়না (Hill Myna) পাখি উদ্ধার করেছে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, কমলগঞ্জ পৌর এলাকার দুটি বাড়িতে একটি শিশু বানর ও একটি পাহাড়ি ময়না পাখি খাঁচায় বন্দী রেখে লালন-পালন করে আসছিল দুই পরিবার। খবর পেয়ে লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলামের নেতৃত্বে ওই দুই বাড়িতে অভিযান চালিয়ে শিশু বানর ও পাহাড়ি ময়না পাখি উদ্ধার করা হয়। তবে বন বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যান।

শিশু বানর ও পাহাড়ি ময়না পাখি উদ্ধার করে শ্রীমঙ্গলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয়ে আনা হয়েছে। গত বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ইং, বিকেল ৫টার সময় কমলগঞ্জ পৌরসভার করিমপুর এলাকার মকছদ মিয়া ও আবু আলীর বাড়ি থেকে এ দুটি বন্যপ্রাণী উদ্ধার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী সালাহউদ্দিন শুভ, স্ট্যান্ড ফর আওয়ার এনডেনজারড ওয়াইল্ডলাইফের সমন্বয়ক সোহেল শ্যাম, আনসার ও ভিডিপি সদস্য আশরাফুল আলম, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম ও সুব্রত সরকার-সহ প্রমুখ।

শুক্রবার সেপ্টেম্বর ২০২৪ ইং, লাউয়াছড়া বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া বানর ও পাখিটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে আনা হয়েছে। লাউয়াছড়া বনে বানর ও পাখিটিকে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়