শিরোনাম
◈ ১ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি ◈ আজারবাইজানকে "ভাল বন্ধু" হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ◈ এখনো ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ, ইনিংস পরাজয় এড়াতে লড়ছে শান্তরা ◈ কোটি টাকার স্পন্সর পেলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ◈ এ সপ্তাহেই রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের আল্টিমেটাম (ভিডিও) ◈ সুখবর: প্রাথমিকে ৯৫৭২ সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি, আছে শর্ত ◈ পদত্যাগ করা সমন্বয়কদের নতুন সংগঠনের নাম ঘোষণা, বললেন আবারও রক্ত ঝরাতে প্রস্তুত ◈ ব্যয় কমাতে কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়লো ক্রিকেট ◈ আরেক দফা বাড়ছে নীতি সুদহার, বাড়বে সব ধরনের সুদ ◈ লন্ডনে আলিশান বাড়িতেই আছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, আমিরাতে আরও ৩০০ বাড়ির সন্ধান (ভিডিও)

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে এতিমের টাকা উদ্ধার করতে বিক্ষোভ

এন এ মুরাদ, মুরাদনগর: কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঁঠালিয়াকান্দা হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার দুপুরে এতিমখানার শিক্ষার্থী ও এলাকার শতাধিক মানুষ মাদ্রাসার সামনে জড়ো হয়ে টাকা ফেরত পেতে বিক্ষোভ ও মানববন্ধন করেন , এসময় বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন রিপন, সভাপতি আবু হানিফ ,মাদ্রসার প্রধান শিক্ষক হাফেজ আল-আমিন, সাধারণ সম্পাদক, মোঃ আলী হোসেন, উপদেষ্টা সদস্য সদস্য মোঃ বাবুল মিয়া।

বক্তারা অভিযোগ করে বলেন, “ কাঁঠালিয়াকান্দা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নামে (আট লক্ষ বাহাত্তর হাজার আটশত
একুশ) টাকা রামচন্দ্রপুর বাজার জনতা ব্যাংকের পিএলসি শাখায় গচ্ছিত ছিল। এই টাকা তুলে আত্মসাত করেছেন কমিটির সাবেক
সভাপতি জীবন মিয়া মেম্বার, সহ-সভাপতি শামছুল হক ও সাধারন সম্পাদক মো. শাহ আলম। এতিমখানাটি এখন ফান্ডশূণ্য। ছাত্রদের
খাওয়া দাওয়ার খরচ চালাতে পারছেনা। 

সাবেক সভাপতি জীবন মেম্বার টাকা ফেরত না দিয়ে হুমকি দমকি দিচ্ছেন। নতুন কমিটির সেক্রেটারী মো. আলী হোসেন বলেন,“ গত ১২
সেপ্টেম্বর জনতা ব্যাংকে গিয়ে মাদ্রাসার একাউন্টের খোঁজ খবর নিয়ে জানতে পারি- গত ১০ সেপ্টেম্বর সাবেক কমিটির স্বাক্ষরিত
লোকজন ৮ লাখ ৭২ হাজার ৮শ ২১ টাকা ব্যাংক থেকে উঠিয়ে নেন।

বর্তমানে এতিমখানার শিক্ষার্থীদের খানাপিনাসহ যাবতীয় খরচ চালাতে নতুন কমিটি হিমশিম খাচ্ছে। এতিমতের টাকা উদ্ধারকল্পে
বাদী হয়ে অভিযুক্ত তিন জনের নাম উল্লেখ করে বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ ব্যপারে অভিযুক্ত জীবন মিয়া মেম্বার বলেন, “আমি স্বাক্ষর দিয়ে টাকা তুলিনি, কেবা কাহারা টাকা নিয়েছে তা- আমি জানি
না”। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম বলেন,“ এতিমখানার টাকা উত্তোলনের বিষয়ে একটি লিখিত
অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়