কল্যান বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধি : প্রবল বর্ষনের ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালীর পুর্বাঞ্চলের পাহাড়ি এলাকা থেকে এক অজ্ঞাতনামা মহিলার লাশ ভেসে এসেছে। শুক্রবার গভীর রাতে পাহাড়ি ঢলে ভেসে আসা সরলের পাইরাং- ছড়া ব্রিজের নিচে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয় ।
লাশ উদ্ধারের পর বাঁশখালী থানা পুলিশ করে থানায় নিয়ে আসলে শনিবার সকালে তার পরিচয় নিশ্চিত করা হয়, নিহত সিরাজ খাতুন (৫৫) বাঁশখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের উত্তর জলদি ছুমমা পাড়া এলাকার পিতা মৃত আবুল হোসেনের কন্যা এবং রব্বান আলীর স্ত্রী বলে বাঁশখালী থানা পুলিশের এসআই কামরুল হাসান কায়কোবাদ ।
তিনি আরো বলেন, রাতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের সময় তার লাশ সরলের পাইরাং- ছড়া ব্রিজের নিচে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয় শুক্রবার গভীর রাতে। এরপর অজ্ঞাত নামা লাশ হিসাবে উদ্ধার করে প্রচারনা চালাতে পরিবারের পক্ষ থেকে পরিচয় নিশ্চিত করা হয়।শনিবার সকালে সিরাজ খাতুনের লাশ পোষ্ট মার্ডামের জন্য চমেক হাসপাতালে প্রেরন করা হয় ।
আপনার মতামত লিখুন :