শিরোনাম
◈ ব্যবসায়ী ট্রাম্পের ‌‘লেনদেনভিত্তিক কূটনীতিকে’ মেনে নিয়েই কাজ করছে বাংলাদেশ ◈ যেসব সিদ্ধান্ত এলো বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন থেকে  ◈ রাতে পরপর গুলির শব্দ, উদ্ধার হলো ৩ যুবকের মরদেহ ◈ এবার রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে? ◈ শিবির নেতার ওপর হামলা, ছাত্রদলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তা ◈ পশ্চিমতীরে তীব্র অভিযানের নির্দেশ নেতানিয়াহুর ◈ চ্যাম্পিয়নস ট্রফি, আফগানিস্তানকে ১০৭ রানে হারালো দক্ষিণ আফ্রিকা ◈ স্ত্রীর সামনে ফিল্মি স্টাইলে যুবদল কর্মীকে কু.পিয়ে হত্যা ◈ সৌদি আরবে কর্মী পাঠানোয় রেকর্ড হলেও রেমিট্যান্স আয়ে পতন কেন?

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৭ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করায় পদ গেল স্বেচ্ছাসেবক দল নেতার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন সহ আ'লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি দ্রুত বিচার আইনে মামলা দায়ের করায় বহিষ্কার হয়েছেন ভাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার সাঈদুর রহমান।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু ওই স্বেচ্ছাসেবক দলের নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু ও সদস্য সচিব শাহরিয়ার শিথিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুর জেলার আওতাধীন ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার সাঈদুর রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট তথ্য প্রমাণিত হওয়ায় তাকে দলীয় পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

এদিকে অভিযোগ উঠেছে, ওই মামলায় ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সীর ছেলে জিতু মুন্সীকেও আসামি করা হয়েছে। এছাড়া এ মামলাকে পুঁজি করে বিভিন্ন আসামির কাছে থেকে ও মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের বিস্তর অভিযোগ রয়েছে। 


অভিযোগের ব্যাপারে মামলার বাদী সিকদার সাঈদুর রহমান বলেন, 'ভাঙ্গা উপজেলা বিএনপির কমিটি ৭-৮ বছর ধরে অচল রয়েছে। নতুন কোনো কমিটিও গঠন করা হয়নি। ভাঙ্গায় বিএনপির কোনো সক্রিয় কমিটি নেই। এছাড়া ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সীর ছেলে জিতু মুন্সী সরাসরি ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সঙ্গে সরাসরি রাজনীতি করেছেন। নিক্সন চৌধুরীর সাথে জিতুর তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরাসরি আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলা চালিয়েছে জিতু। তাই জিতুকে ওই মামলায় আসামি করা হয়েছে।'

এছাড়া মামলাকে পুঁজি করে অর্থ আদায়ের বিষয়টি ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, 'অর্থ আদায়ের প্রশ্নই আসে না। যারা সত্যি সত্যি অপরাধী তাদেরই কেবলমাত্র আসামি করা হয়েছে।'


এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু বলেন, 'সিকদার সাঈদুর রহমান ওই মামলায় বিএনপির একজন নেতার ছেলেকে আসামি করেছেন। এছাড়া বেশ কিছু লোকদের কাছে থেকে টাকা নিয়ে আসামি করেছেন বলে শুনেছি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ পাওয়ায় কেন্দ্রের নির্দেশে তাকে বহিষ্কার করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়