শিরোনাম
◈ ১ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি ◈ আজারবাইজানকে "ভাল বন্ধু" হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ◈ এখনো ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ, ইনিংস পরাজয় এড়াতে লড়ছে শান্তরা ◈ কোটি টাকার স্পন্সর পেলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ◈ এ সপ্তাহেই রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের আল্টিমেটাম (ভিডিও) ◈ সুখবর: প্রাথমিকে ৯৫৭২ সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি, আছে শর্ত ◈ পদত্যাগ করা সমন্বয়কদের নতুন সংগঠনের নাম ঘোষণা, বললেন আবারও রক্ত ঝরাতে প্রস্তুত ◈ ব্যয় কমাতে কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়লো ক্রিকেট ◈ আরেক দফা বাড়ছে নীতি সুদহার, বাড়বে সব ধরনের সুদ ◈ লন্ডনে আলিশান বাড়িতেই আছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, আমিরাতে আরও ৩০০ বাড়ির সন্ধান (ভিডিও)

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৪ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায়  ছেলের পরিবর্তে মেয়ে সন্তান দিল নিউ ভিশন মডেল হাসপাতাল

শাহাজাদা এমরান,কুমিল্লা।। কুমিল্লা নগরীর নিউ ভিশন মডেল হাসপাতালে প্রসূতি বিভাগে এক প্রসূতির নবজাতক পরিবর্তনের অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূ ও তার শশুরের অভিযোগ, তার ছেলেসন্তান জন্ম হলেও দেওয়া হয়েছে মেয়ে সন্তান।

এ ঘটনায় হসপিটালের দায়িত্বশীলদের সাথে রোগীর পরিবারদের হাতাহাতিরও ঘটনা ঘটে। কুমিল্লা ইপিজেড পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সমাধান করে বলে জানা যায়।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে এ হসপিটালে কাজল নামের এক প্রসূতির ছেলে সন্তান জন্ম হয়। পরে প্রসূতি ওয়ার্ডের ৪০৫ নাম্বার কেবিনে মেয়ে সন্তান দিয়ে যায় হসপিটালের দায়িত্বশীলরা। অথচ এর আগে আরো দুটি প্রাইভেট ক্লিনিকে কাজলের আল্ট্রাসনোগ্রাম করানো হয় এবং এ হসপিটালের কর্তব্যরত চিকিৎসকরা আল্ট্রাসনোগ্রামে ও অপারেশনের পর কাজলের ছেলে সন্তান হওয়ার বিষয়টি জানান। 

অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের পর কর্তব্যরত নার্স হাসপাতালে অপেক্ষমাণ কাজলের স্বজনদের ছেলেসন্তান হয়েছে বলে দেখান। প্রসূতি
কেবিনে মেয়ে সন্তান দেখতে পেয়ে নার্সদের বলেন আমার ছেলে সন্তান হয়েছে, আমাকে মেয়ে দিলেন কেন? তখন নার্স তাকে জানান, তার মেয়ে সন্তান হয়েছে। 

এ নিয়ে হট্টগোল সৃষ্টি হয়। পরে হাসপাতালের দায়িত্বশীলরা জানান ভুলে এ ঘটনা হয়েছে। ওটিতে কয়েকটি সিজার সন্তান থাকায় ছেলের জায়গায় মেয়ে দেয়া হয়েছে। পরে তাদের ছেলে সন্তানকে তাদের কাছে ফিরিয়ে দেয়া হয়।

কাজলের শশুর আবু তাহের বলেন, হাসপাতালের নার্সরা ছেলে সন্তান ওটির বাইরে এনে আমাদের দেখিয়েছেন। এখন তারা কেবিনে মেয়ে সন্তান রেখে গেছে। আমরা চিল্লাচিল্লি­ করলে পরে তারা ভুলের জন্য ক্ষমা চেয়ে ছেলে সন্তানটি দিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়