শিরোনাম
◈ আরেক দফা বাড়ছে নীতি সুদহার, বাড়বে সব ধরনের সুদ ◈ লন্ডনে আলিশান বাড়িতেই আছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, আমিরাতে আরও ৩০০ বাড়ির সন্ধান (ভিডিও) ◈ গাজাফেরত অনেক ইসরায়েলি সেনা আত্মহত্যা করছেন, ভুগছেন অবসাদে: সিএনএন-এর প্রতিবেদন ◈ বদলে গেল ট্রাস্ট ব্যাংকের নাম ◈ ২৫২ জন এসআইকে অব্যাহতি, ২০ বছর পর হলেও চাকরি ফেরত পাবেন তারা : আশরাফুল খোকন ◈ হাফ ভাড়া নিয়ে বিতণ্ডা, ৩০ বাস আটকালো ঢাকা কলেজ শিক্ষার্থীরা ◈ শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গ নতুন করে তোলা সন্দেহজনক : নজরুল ইসলাম খান ◈ যে কারণে ২৫২ এসআইকে অব্যাহতি দেয়া হল, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ রাষ্ট্রপতির পদত‍্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে আন্দোলনকারীরা (ভিডিও) ◈ সাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫২ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘালয়ে পাচারকালে শিং মাছের চালান জব্দ

হাবিব সারোয়ার, বিশেষ প্রতিবেদন : সুনামগঞ্জ সীমান্তে ইলিশের পর এবার শিং মাছের চালান সহ সোয়া ২ কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যে পাচারকালে চার(৪) হাজার কেজি শিং মাছসহ প্রায় সোয়া ২ কোটি টাকার মাশলামাল জব্দ করা হয়। তবে কাউকে আটক করা হয়নি। 

সিলেট সেক্টরের ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির টহল বৃহস্পতিবার সকালে সীমান্তের কুশিউড়া নামক এলাকা থেকে অভিযান চালিয়ে ৬ হাজার কেজি বাংলাদেশি সুপারি, ৬ হাজার কেজি রসুন, ৪ হাজার কেজি শিং মাছ, ১টি ট্রাক, ২টি ডিআই  ৪টি পিকআপ জব্দ করে।

বৃহস্পতিবার বিকেলে সিলেট সেক্টরের ৪৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, দোয়ারাবাজার সীমান্তে জব্দকৃত শিং মাছের চালান সহ অন্যান্য মালামালের মূল্য প্রায় ২ কোটি ১১ লাখ টাকা।  

এর আগে সম্প্রতি ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির (বিজিবি)’র টহল দল সীমান্তের সাহিদাবাদ এলাকা থেকে মেঘালয়ে পাচারকালে ইলিশের একটি চালান, মধ্যনগর সীমান্তের মাটিরাবন বিওপির বিজিবির টহল দল কতৃক আরো একটি ইলিশের  চালান, ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দোয়ারাবাজার সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ইলিশের চালান জব্দ করা হয়েছিল। 

অদৃশ্য কারনে  সীমান্তে  একের পর এক বিজিবির অভিযানে ইলিশের চালান, শিং মাছের চালান, শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা চোরাচালানের কয়লা, চিনি,কসমেটিকস,সুপারীর চালান জব্দ করা হলেও বিজিবির টহল দলের হাতে চোরাকারবারি চক্রের কোন সদস্যই আটক হয়নি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়