শিরোনাম
◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫২ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘালয়ে পাচারকালে শিং মাছের চালান জব্দ

হাবিব সারোয়ার, বিশেষ প্রতিবেদন : সুনামগঞ্জ সীমান্তে ইলিশের পর এবার শিং মাছের চালান সহ সোয়া ২ কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যে পাচারকালে চার(৪) হাজার কেজি শিং মাছসহ প্রায় সোয়া ২ কোটি টাকার মাশলামাল জব্দ করা হয়। তবে কাউকে আটক করা হয়নি। 

সিলেট সেক্টরের ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির টহল বৃহস্পতিবার সকালে সীমান্তের কুশিউড়া নামক এলাকা থেকে অভিযান চালিয়ে ৬ হাজার কেজি বাংলাদেশি সুপারি, ৬ হাজার কেজি রসুন, ৪ হাজার কেজি শিং মাছ, ১টি ট্রাক, ২টি ডিআই  ৪টি পিকআপ জব্দ করে।

বৃহস্পতিবার বিকেলে সিলেট সেক্টরের ৪৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, দোয়ারাবাজার সীমান্তে জব্দকৃত শিং মাছের চালান সহ অন্যান্য মালামালের মূল্য প্রায় ২ কোটি ১১ লাখ টাকা।  

এর আগে সম্প্রতি ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির (বিজিবি)’র টহল দল সীমান্তের সাহিদাবাদ এলাকা থেকে মেঘালয়ে পাচারকালে ইলিশের একটি চালান, মধ্যনগর সীমান্তের মাটিরাবন বিওপির বিজিবির টহল দল কতৃক আরো একটি ইলিশের  চালান, ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দোয়ারাবাজার সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ইলিশের চালান জব্দ করা হয়েছিল। 

অদৃশ্য কারনে  সীমান্তে  একের পর এক বিজিবির অভিযানে ইলিশের চালান, শিং মাছের চালান, শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা চোরাচালানের কয়লা, চিনি,কসমেটিকস,সুপারীর চালান জব্দ করা হলেও বিজিবির টহল দলের হাতে চোরাকারবারি চক্রের কোন সদস্যই আটক হয়নি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়