শিরোনাম

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৪৮ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পাচারের সময় ৬২০ কেজি ইলিশ জব্দ

অবৈধভাবে ভারতে পাচারের সময় কুমিল্লায় ৬২০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। আজ বেলা ১১টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়েরা সীমান্ত থেকে ইলিশগুলো জব্দ করা হয়।

বুধবার (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

এতে বলা হয়, কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে ভারতে ইলিশ পাচারের চেষ্টা চলছিল। এ সময় ৬২০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

এদিকে, বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ২৭৫ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ ঘিলাতলী নামক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। উৎস: আরটিভি অনলাইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়