শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী!

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৪৯ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেচ্ছাসেবীরা মেরামত করলেন বন্যায় ক্ষতিগ্রস্থ ৫ কিলোমিটার সড়ক  

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :   লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫ কিলোমিটার সড়ক সেচ্ছাশ্রমে মরামত করছে সেচ্ছাসেবীরা। রবিবার সকাল থেকে স্থানীয় ১৫টি সেচ্ছাসেবী সংগঠনের দুই শতাধিক সেচ্ছাসেবী জেলার চন্দ্রগঞ্জ থানাধীন বটতলী কচুয়া সড়কের বটতলী-দত্তপাড়া বাজার পর্যন্ত সড়কটি মেরামত করে যানচলাচল উপযোগী করে তোলেন। 

লক্ষ্মীপুর জেলায় ভয়াবহ বন্যায় শত-শত সড়কের সাথে এ সড়কটিও পানির নীছে তলিয়ে যায়। পরবর্তীতে পানি কমতে থাকলে সড়কটির শতাধিক স্থানে বড়-বড় গর্তের সৃষ্টি হয়ে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে নোয়াখালী জেলার চাটখিল ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সাথে চন্দ্রগঞ্জ থানার যোগাযোগ বন্ধ হয়ে যায়। বন্যারপানি কমলেও সড়কে বড়-বড় খানা-খন্দকের কারণে যান চলাচল বন্ধ থাকে। এতে এ এলাকার হাটবাজার গুলোতে পন্য পরিবহন ও নিরাপদ যাতায়াত বিঘ্নিত হতে থাকে। এই অবস্থা থেকে উত্তোরনের জন্য থানা এলাকার হামদর্দ ফাউন্ডেশন, সৈয়দপুর ক্রিড়া ও সমাজকল্যাণ সংঘ, আলোকিত দক্ষিণ মাগুরী, পদ্মপুকুর পাড় ফাউন্ডেশন, রজাইমেকহা মেডিকেল ক্লাব, আলাদাদপুর সমাজ কল্যাণ সংস্থা, একতা সমাজ কল্যাণ সংস্থা, পূনিয়ানগর দুর্বার সংঘ, উত্তর জয়পুর ফ্রেন্ডশিপ ফোরাম, জাগরণ সমাজকল্যাণ সংস্থা, আনন্দবাজার, অনলাইন হেল্প জোন ফাউন্ডেশন, খিদমাহ ফাউন্ডেশন, তারুণ্য শক্তি সংস্থা, আল করীম ফাউন্ডেশনসহ ১৫টি সেচ্ছাসেবী সংগঠনের সেচ্ছাসেবীরা সড়কের গর্তে ইট ও বালু ফেলে যানচলাচলের উপযোগী করে তোলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়