শিরোনাম
◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৬ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগরে ধরা পড়লো ৩০ কেজির ‘পোপা’

ডেস্ক রিপোর্ট : মহেশখালীর বোট মালিক মোহাম্মদ আনোয়ার মেম্বারের জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের একটি পোপা মাছ। মাছটির দাম হাঁকা হয়েছে ৭ লাখ টাকা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে মহেশখালীর অদূরে বঙ্গোপসাগরে প্রথম ফেলা জালে ধরা পড়ে মাছটি।

এ বিষয়ে বোট মালিক মোহাম্মদ আনোয়ার মেম্বার বলেন, ‘পোপা মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায়। তাই বিভিন্ন দেশে এই মাছের বায়ুথলির প্রচুর চাহিদা রয়েছে। পোপা মাছ যত বড় হয়, এর বায়ুথলিও তত বড় হয়। ৩০ কেজি ওজনের এ পোপা মাছের থলিও বড় হবে। তাই অতীত অভিজ্ঞতা থেকেই দাম ৭ লাখ চেয়েছি। সন্ধ্যা পর্যন্ত কয়েকজন ব্যবসায়ী চার লাখ টাকায় মাছটি কিনতে চেয়েছেন।’

বোটটির মাঝি মাহবুব আলম বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘদিন ট্রলার নিয়ে আমরা সাগরে মাছ ধরতে যেতে পারিনি। দীর্ঘ অলস সময় কাটানোর পর আজ সকালে আটজন মাঝিমাল্লা নিয়ে সাগরে যাই। প্রথম জাল ফেলার সঙ্গে সঙ্গে মাছটি ধরা পড়ে। মাছটি বোট মালিক ও আমাদের ভাগ্য সুপ্রসন্ন করেছে। আমরা খুবই খুশি। তবে রাত ৮টা পর্যন্ত মাছটি বিক্রি হয়নি বলেই শুনেছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়