হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে একটি বসতঘর থেকে ৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর জেলা শহরের গুহলক্ষীপুর এলাকার শহীদ মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকার সৈউদ্দিন মন্ডলের ছেলে শাহীন মন্ডল (৫৬) ও একই এলাকার করিম বিশ্বাসের ছেলে বাহাদুর বিশ্বাস (৪০)।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারেন গুহলক্ষীপুর এলাকার শহীন মন্ডল বসতবাড়ীতে ইয়াবা ট্যাবলটের ভাগাভাগি চলছে। বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেনের নেতৃত্বে অভিযানকালে মাদক কারবারীদের কাছ থেকে লাল রংয়ের শপিং ব্যাগ থেকে ৩৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন জানান, শহরের গুহলক্ষীপুর এলাকার শাহীন মন্ডল বসতবাড়ীতে শাহীন মন্ডল ও বাহাদুর বিশ্বাস নামে দুই মাদক কারবারীকে ৩৩০০ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা কোতয়ালী থানার বিভিন্ন এলাকার খুঁচরা মাদক ব্যাবসায়ী এবং মাদক সেবীদের এসব মালামাল সরবরাহ করে থাকেন। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরণের অভিযান জেলায় অব্যহত থাকবে বলে তিনি জানান।