শিরোনাম
◈ ‌‌‘একটি দলের নেতা মাইকে চাঁদাবাজির ঘোষণা দিয়েছে, এতে অন্যরাও উত্তসাহিত হচ্ছে’ (ভিডিও) ◈ কক্সবাজারের চকরিয়া রাস্তা হাজারো এনআইডি কার্ডে সয়লাব! তদন্ত কমিটি গঠন ◈ কাবাডি সিরিজে নেপালের বিরুদ্ধে ২-১ এ এগিয়ে বাংলাদেশ ◈ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতার  ◈ গাজীপুরের একটি রিসোর্ট থেকে ৪৪টি বন্য প্রাণী উদ্ধার ◈ মুশফিক ও রিয়াদের আউটের ধরন নিয়ে সমালোচনায় ভারতের ওয়াসিম জাফর ◈ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮১টি ডট বল খেলার যে ব্যাখ্যা দিলেন অধিনায়ক শান্ত ◈ ঘরে-বাইরে আতঙ্ক, আইনশৃঙ্ঘলা ঠিক করতে হার্ডলাইনে যাচ্ছে সরকার ◈ যেকোন পরিস্থিতিতে জনগণের ঐক্য বজায় রাখতে হবে : প্রিন্স ◈ তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন : বুলু (ভিডিও)

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২০ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে সাড়ে তিন হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে একটি বসতঘর থেকে ৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর জেলা শহরের গুহলক্ষীপুর এলাকার শহীদ মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকার সৈউদ্দিন মন্ডলের ছেলে শাহীন মন্ডল (৫৬) ও একই এলাকার করিম বিশ্বাসের ছেলে বাহাদুর বিশ্বাস (৪০)। 

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারেন গুহলক্ষীপুর এলাকার শহীন মন্ডল বসতবাড়ীতে ইয়াবা ট্যাবলটের ভাগাভাগি চলছে। বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেনের নেতৃত্বে অভিযানকালে মাদক কারবারীদের কাছ থেকে লাল রংয়ের শপিং ব্যাগ থেকে ৩৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন জানান, শহরের গুহলক্ষীপুর এলাকার শাহীন মন্ডল বসতবাড়ীতে শাহীন মন্ডল ও বাহাদুর বিশ্বাস নামে দুই মাদক কারবারীকে ৩৩০০ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা কোতয়ালী থানার বিভিন্ন এলাকার খুঁচরা মাদক ব্যাবসায়ী এবং মাদক সেবীদের এসব মালামাল সরবরাহ করে থাকেন। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরণের অভিযান জেলায় অব্যহত থাকবে বলে তিনি জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়