শিরোনাম
◈ মধ্যরাতে গ্রেফতার ব্যারিস্টার সুমন (ভিডিও) ◈ অক্টোবরেও ঊর্ধ্বমুখী  রেমিট্যান্সের গতি ◈ বাতিল হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প  ◈ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ◈ ‘আমি কোন দলকে নিষিদ্ধ করার পক্ষে নিই’: (ভিডিও) ◈ ফিল্মি স্টাইলে প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগ কর্মীকে হত্যা (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নে যা বলেছিলেন সুপ্রিম কোর্ট ◈ রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মশাল মিছিল (ভিডিও) ◈ শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি অসত্য বলেননি: মানবজমিন সম্পাদক (ভিডিও) ◈ দিল্লি থেকে মীরাটের সেনানিবাসে শেখ হাসিনা?

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৫ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,উখিয়া : কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বটতলী বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ একজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বটতলী বড়ইতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত রোহিঙ্গা হলেন,বালুখালী-১, ক্যাম্প নং-৮/ডব্লিউ, ব্লক-এ/৫৪ এর আব্দুস সালামের ছেলে মোঃ ওসমান (১৬)।

কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী বৃহস্পতিবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি আরও জানান, র‌্যাবের আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বটতলী বড়ইতলী এলাকায় একজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২ টার দিকে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনকভাবে পলায়নের চেষ্টাকালে ধাওয়া করে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ওসমান নামে একজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি তার নাম-ঠিকানা প্রকাশসহ তার নিকট অবৈধ অস্ত্র-গুলি রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশী করে দেশীয় তৈরী ১টি এলজি ও ১রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ওসমান জোরপূর্বক বাস্তুচ্যুত পার্শ্ববর্তী দেশের নাগরিক। সে উখিয়া সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ অস্ত্র-গুলি বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করতো। এছাড়াও সে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদক ও আধিপত্য বিস্তারকেন্দ্রিক বিভিন্ন অপরাধ কর্মকান্ড সংঘঠিত করতো বলে জানায়। 

উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ গ্রেপ্তারকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়