শিরোনাম
◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯  ◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৫৯ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা

ঢাকার আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভের পর অন্তত ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে কারখানায় কাজে যোগ দেয়ার পর সেখান থেকে বেরিয়ে এসে বিক্ষোভ ও ইটপাটকেল ছোড়ার পর উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে সেখানকার কারখানাগলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। এ তথ্য জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ।

শ্রমিকরা সড়কে অবস্থান করায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে শিল্প পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবির সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 

কারখানাগুলো ছুটি ঘোষণার পরেও শ্রমিকরা বেরিয়ে অন্যান্য কারখানাগুলোর সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন ও ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে সেসব কারখানা কর্তৃপক্ষও ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। দুপুর ২টা পর্যন্ত এই অঞ্চলের অন্তত ৭০টি ছোট-বড় পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম জানান, শ্রমিকদের বিক্ষোভের কারণে জিরাবো পর্যন্ত প্রায় ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকরা এখনো সড়কে রয়েছেন। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্র : বনিকবার্তা

  • সর্বশেষ
  • জনপ্রিয়