শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী!

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫২ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার নন্দীগ্রামে ৭৯জন আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা


জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্যানার টাঙানোর সময় অতর্কিত হামলার ঘটনায় ৫৪জনের নাম উল্লেখ্যসহ মোট ৭৯জনের নামে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার বুড়ইল ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন বাদী হয়ে রবিবার নন্দীগ্রাম থানায় এ মামলা করেন।

এ মামলায় বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ সরকার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  জুলফিকার আলী ফক্কারসহ ৫৪জনের নাম উল্লেখসহ ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আমাদের নেতাকর্মীরা বুড়ইল ইউনিয়নের মুরাদপুর চাকাতলায় ব্যানার লাগাচ্ছিলো। হঠাৎ করে অতর্কিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীর ওপর হামলা করে। এতে আমাদের ৩জন নেতাকর্মী আহত হয়েছে। এদের মধ্যে ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়। 

এ বিষয়ে বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ বলেন, এটি মিথ্যা মামলা। আমার এমন কোনো ঘটনা জানা নাই। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ অজমগীর হোসাইন বলেন, এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে আসামি গ্রেপ্তারের করতে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়