শিরোনাম
◈ ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ আমরা নিজেরা বিভেদে জড়িয়ে পড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ এবং দেশের মানুষ: তারেক রহমান (ভিডিও) ◈ অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা ম্যাচ টস ছাড়াই পরিত্যক্ত, সেমিফাইনালে উঠতে যে সমীকরণ ◈ গ্যাসের মূল্যবৃদ্ধিতে বিপর্যয়ে পড়বে শিল্প খাত! ◈ যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যাপল ◈ অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ ◈ ৮২ পুলিশ কর্মকর্তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি ◈ বিডিআর হত্যার বিচারের নামে প্রহসন করা হয়েছে: মির্জা আব্বাস ◈ পরবর্তী তথ্য উপদেষ্টা কে হচ্ছেন? আলোচনায় যার নাম ◈ নিরপেক্ষ ও শক্ত হাতে সরকার পরিচালনা করুন : মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৩ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘালয়ে রাজ্যে পাচারকালে ইলিশের চালান জব্দ!

হাবিব সারোয়ার, সিলেট প্রতিনিধি : ভারতের মেঘালয় রাজ্যে পাচারকালে ইলিশের একটি অবৈধ চালান সীমান্তে জব্দ করেছে বর্ডারগার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা। ২৮- বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জে তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবি টহল দল ইলিশের ওই চালানটি জব্দ করে। 

তাহিরপুরের লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকা  সাহিদাবাদ এলাকার ওপারে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি জনবুহুল এলাকা ঘোমাঘাটে এপারে থাকা একদল চোরাকারবারি সীমান্ত অতিক্রম করে ইলিশের চালানটি পাচারের জন্য নিয়ে যাচ্ছিল।  খবর পেয়ে ব্যাটাালিয়নের লাউরগড় বিজিবি’র টহল দল বরাফ দেয়া দুটি ককশিটে  থাকা সাড়ে ৪৬ কেজি ইলিশ জব্দ করে।  

রবিবার ২৮- বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মুহিদুর রহমান বলেন, বিজিবি’র টহলদল সাহিদাবাদ পৌছার পূর্বেই কৌশলে চোরাকারবারিরা ইলিশের চালান ফেলে রেখে পালিয়ে যায়।  এরপর জব্দকৃত ইলিশ নিলামে বিক্রয় করে সাড়ে ৪৬ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিতে ব্যাটালিয়ন হেডকোয়র্টারে প্রক্রিয়াধীন রয়েছে।

মেঘালয় রাজ্যে ইলিশ পাচার প্রসঙ্গে, সীমান্ত বাণিজ্য ও চোরাচালান প্রতিরোধে একটি বেসরকারি সংস্থায় কর্মরত সারোয়ার জাহান বলেন, মেঘালয় রাজ্যে দেশের রুপালী ইলিশ পাচার হচ্ছে এটি অশনী সংকেত, ধারণা করা হচ্ছে সিলেট সেক্টর ঘেষা সুনামগঞ্জ সীমান্তের লাউরগড় সীমান্ত এলাকায়  এটি বিজিবির হাতে প্রথম কোন ইলিশের চালান জব্দ হলেও এর পুর্বেও হয়তবা সিলেট সীমান্ত জুড়ে চোরাচালান প্রবণ সীমান্ত এলাকা দিয়ে মেঘালয়ে বিপুল পরিমাণ ইলিশ মাছের চালান পাচার হচ্ছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়