শিরোনাম
◈ শক্ত হাতে সরকার পরিচালনা করুন: প্রধান উপদেষ্টাকে ফখরুল (ভিডিও) ◈ কিছু কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ: গভর্নর ◈ মালদ্বীপে বসবাসরত ‘কাগজপত্রহীন’ প্রবাসী বাংলাদেশিদের বৈধ করার অনুরোধ প্রধান উপদেষ্টার ◈ ভারতীয় সাংবাদিকের চোখে নাহিদ ইসলাম ◈ বাংলাদেশ ইস্যুতে ইসকন নেতা গেলেন ভারতের সুপ্রিম কোর্টে, অতঃপর... ◈ একদিন নাহিদ প্রধানমন্ত্রী হতে পারেন : প্রেস সচিব ◈ পিলখানা হত্যাকাণ্ড: বিডিআর সদস্য দ্বারা সংঘটিত, ফুলস্টপ, কোনো ‘ইফ’ এবং ‘বাট’ নাই: সেনাপ্রধান (ভিডিও) ◈ কী লেখা ছিল নাহিদের পদত্যাগপত্রে ◈ পদত্যাগ করে যা বললেন নাহিদ ইসলাম (ভিডিও) ◈ হাসিনার পতন মিয়ানমারের প্রতিরোধ যোদ্ধাদের উৎসাহিত করেছে

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৪, ০১:০১ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদায় বেলা ভালবাসায় সিক্ত হলেন শিক্ষক, বাড়িতে ফিরলেন ফুলসজ্জিত গাড়িতে

তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফুলসজ্জিত গাড়িতে করে স্কুলশিক্ষক শফিকুল ইসলামকে বাড়ি পৌঁছে দিয়েছেন সহকর্মী-শিক্ষার্থীরা।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে তাকে উপজেলার উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয় থেকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। শফিকুল ইসলাম ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন শফিকুল ইসলাম। সুনামের সঙ্গে তিনি দীর্ঘ ৩৬ বছর শিক্ষকতা করেছেন তিনি। চাকরি জীবন থেকে অবসরে গেলে তার এ বিদায়য় স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী নেয় শিক্ষক-শিক্ষার্থীরা। স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় বিদায় সংবর্ধনা। অনুষ্ঠান শুরু আগে গাড়িতে করে তাকে বাড়ি থেকে নিয়ে আসা হয়। পরে ফুলসজ্জিত গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

বিদায়ী শিক্ষক শফিকুল ইসলাম বলেন, চাকরিতে যোগদানের আগে প্রতিটি শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কিন্তু বিদায়বেলায় তেমন কোনো আনুষ্ঠানিকতা থাকে না। এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

এ বিষয়ে বাঞ্ছারামপুরের উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, বিদায়বেলায় অনেকের মন ভারাক্রান্ত থাকে। তিনি যেন আনন্দে বাড়ি ফিরতে পারেন তার জন্য এ আয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়