শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী!

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৭ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে ছাত্রলীগ নেতার প্রেস লেখা বাইকে বিপুল পরিমান ফেনসিডিল

আজিজুল হক বেনাপোল (যশোর) প্রতিনিধি: শোরের বেনাপোল সীমান্ত থেকে শেখ মফিজুর রহমান নামে এক ছাত্রলীগ নেতাকে  ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে  বর্ডার গার্ড  বিজিবি।

শনিবার (৩১ আগস্ট) বিকালে বেনাপোল পোর্টথানার বুজতলা ব্রিজের উপর থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে । সে সাংবাদিকতার সাইন বোর্ড ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিল। আটক শেখ মফিজুর রহমান মফিজ বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে। সে বেনাপোল পৌর ছাত্রলীগের যুগ্ম আহবাহক।

বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোষ্টের কোম্পানী কমান্ডার মনিরুল ইসলাম জানান, গোঁপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল সীমান্তে হতে এক মাদক ব্যবসায়ী বিপুলরপরিমানে মাদক নিয়ে যশোরের পথে রওনা দিয়েছে। পরে অভিযান চালিয়ে তাকে একটি মটরসাইকেলসহ ধরা হয়। এসময় তার কাছে থাকা ব্যাগ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল ও বাইকের আনুমানিক বাজার  মূল্য দুই লক্ষ এগারো হাজার পাঁচ শত টাকা। 

তিনি আরও জানান, আটক মাদক বিক্রেতা বাংলাদেশ ছাত্রলীগের  বেনাপোল পৌর শাখার যুগ্ন আহ্বায়ক পরিচয় দেয়। তার কাছ থেকে  দৈনিক নাগরিক ভাবনা ও এবং জাতীয় সংবাদিক সংস্থার শার্শা শাখার দপ্তর সম্পাদকের পরিচয় পত্র পাওয়া গেছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মাদক নির্মূলে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি রাখা হয়েছে। আটক আসামী সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে বিভিন্ন অবৈধ পন্থায় স্বল্প মূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ করে থাকে। ফেন্সিডিল সহ আটক মফিজ একটি পত্রিকার কার্ড বহন করে তার ব্যবহৃত মটরসাইকেলে প্রেস স্টিকার লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে দীর্ঘদিনধরে ব্যবসা পরিচালনা করে আসছে। আটক মফিজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ  করা হয়েছে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়