শিরোনাম
◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’ ◈ মারা গেলেন পোপ ফ্রান্সিস ◈ বাংলাদেশের নতুন বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে প্রতিনিধিদল (ভিডিও) ◈ আগামী নির্বাচনে অংশ নিতে চান শাজাহান খান ◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৪, ১২:২৩ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রাণ দিয়ে বাড়ি ফেরা হলো না আনিসুরের

ডেস্ক রিপোর্ট : কুমিল্লার মনোহরগঞ্জে ত্রাণ দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আনিসুর রহমান (৩৫) নামে এক ভূমি উপসহকারী কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ আগস্ট) রাতে লালমাই উপজেলার কাপাসতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত আনিসুর রহমান চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার টেরিয়াইলের ভূমি উপসহকারী কর্মকর্তা। তার গ্রামের বাড়ি জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নামতলায়।

খোঁজ নিয়ে জানা যায়, আনিসুর গ্রামের পক্ষ থেকে চুয়েটের একটি স্বেচ্ছাসেবী দলের সঙ্গে ট্রাক্টরে করে শুক্রবার সকালে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা দিতে মনোহরগঞ্জ উপজেলায় যান। সেখানে তারা দুই হাজার বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। রাতে ফেরার পথে লালমাই উপজেলার কাপাসতলা এলাকায় তাদের বহনকারী ট্রাক্টরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে আনিসুরসহ অন্তত পাঁচ জন আহত হন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিসুরকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শেখ মো. ফজলে রাব্বি জাগো নিউজকে বলেন, ভূমি উপসহকারী কর্মকর্তা আনিসুর রহমানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তাকে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাকি চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়