শিরোনাম
◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯  ◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৪, ০১:১৭ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফ’র গুলিতে অজ্ঞাত ব্যক্তি নিহত

ঠাকুরগাঁও ॥  ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে অজ্ঞাত এক জনের নিহতের ঘটনা ঘটেছে। তবে পতাকা বৈঠকে নিহতের পরিচয় সনাক্ত করতে না পারায় মরদেহ নিয়ে যায় বিএসএফ।

বৃহস্পতিবার ভোর ৪ টার সময় জেলার পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্তের ৯নং সেনগাঁও ইউনিয়নের বেলদহ গ্রামে গুলিবিদ্ধ হয়ে নিহতের এ ঘটনা ঘটে।

পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গভীর রাতে ফকিরগঞ্জ সীমান্তের ৩৪২/৭ এস পিলার এলাকায় গুলি করে বিএসএফ। এতে এক জনের মৃত্যু হয়। বিএসএফ তার লাশ বাংলাদেশ সীমান্তের অভ্যন্তর থেকে ভারতে নিয়ে যায়।

এ মর্মে বৃহস্পতিবার বিকেল ৫ টা ৩০ মিনিটে ফকিরগঞ্জ সীমান্ত পিলার ৩৪২/৭ এস এর নিকটে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় ৷ পতাকা বৈঠকে ৪২ বিজিবির পক্ষে ফকিরগঞ্জ ক্যাম্প কমান্ডর সুবেদার ঠান্ডু মিয়া এবং বিএসএফ এর পক্ষে উত্তর দিনাজপুর চৈনগর ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর সার্ভা রঞ্জন কুমার নের্তৃত্ব দেন ৷ পতাকা বৈঠকে মৃত ব্যাক্তি বাংলাদেশী কিনা তা সনাক্ত না হওয়ায় এবং মৃত ব্যক্তির বাংলাদেশী কোন আত্মীয় - স্বজন বিজিবির নিকটে লাশের দাবী না করায় বিজিবির পক্ষ থেকে সে লাশ গ্রহন করেনি ৷ পরবর্তীতে অজ্ঞাত ব্যক্তির লাশটি ভারতের উত্তর দিনাজপুর চৈনগর ক্যাম্প এর বিএসএফ সদস্যরা নিজেদের হেফাজতে নিয়ে যায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়