বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীর শীলকূুপ ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর মোয়াজ্জিন পাড়ার জাফর আহমদ (৫০) নামে একজন বজ্রপাতে মৃত্যু হয়েছে। জানা যায়, বুধবার রাতে জাফর আহমদ ফলো নিয়ে মাছ ধরতে গেলে বজ্রপাতের শিকার হন৷ তাঁর শরীরের অংশবিশেষ ঝলসে যায় এবং মৃত্যু হয । সে ৫ সন্তানের জনক এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করত বলে জানান স্থানীয় ইউপি সদস্য, আশিক হোসেন চৌধুরী।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বদি আলম জানান "আমি ভোরে বের হলে একটি বাতি জ্বলতে দেখে এগিয়ে যাই এবং দেখতে পাই জাফর পড়ে আছে এবং তার হাতে টর্চলাইট জ্বলতেছ পাশে মাছধরার পলো টি পড়ে আছে।" ধারনা করা হচ্ছে বজ্রপাতেই তার মৃত্যু হয়েছে এবং তার শরীরের কিছু অংশ ঝলসে যায়। স্থানীয়রা আরো জানান, বুধবার রাতে জাফর আহমদ ফলো নিয়ে মাছ ধরতে গেলে বজ্রপাতের শিকার হন৷ তাঁর শরীরের বিভিন্ন ঝলসে যায়।