শিরোনাম
◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত ◈ প্রধান উপদেষ্টার কাতার সফরে এলএনজি ও ভিসা ইস্যু ছাড়াও যেসব বিষয় গুরুত্ব পাবে ◈ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন: ১০-১৫ জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে, ঘটনার সূত্রপাত যেভাবে

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৪, ১০:১৬ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন্দ্রীয় বিএনপির নেতার গাড়িতে হামলা, ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক মন্ত্রীসহ ১৬৮ জনের নামে মামলা

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের গাড়িতে হামলা-ভাঙ্চুরের ঘটনায় সাবেক গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিসহ ১৬৮ জন আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা হয়েছে। (২৭ আগষ্ট) মঙ্গলবার থানায় বিএনপি নেতা এসএম রাস্টু সরকার বাদী হয়ে এ মামলা করেন।

মামলার এজাহারসূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর বিজয়নগর) আসন থেকে বাদীর নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে এবং নির্বাচনী প্রচারণায় গাড়িবহরে বিজয়নগরে যান। পরে সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরী এমপির নির্দেশে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল, দেশীয় অস্ত্র নিয়ে তার উপর আক্রমণ করেন। এ সময় গাড়ি ভাঙচুরসহ বিএনপির কয়েকজন নেতাকর্মীকে আহত করেন। মামলার আসামীরা হলেন,

সাবেক গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃরধা, ইসলামপুর কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আলম তাঁরা দুলি, চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম শামীউল হক চৌধুরী, হরষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সারোয়ার রহমান ভূঁইয়া, বুধন্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সাইয়িদুল হক, সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম খন্দকার আজাদ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, কামরুজ্জামান রতনসহ ১৬৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০০/১৫০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাফায়ত আহমেদ বলেন, ১৬৮ জনকে আসামী করে মামলাটি রুজু হয়েছে। আসামীদের গ্রেফতার জন্য অভিযান অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়