শিরোনাম
◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত ◈ প্রধান উপদেষ্টার কাতার সফরে এলএনজি ও ভিসা ইস্যু ছাড়াও যেসব বিষয় গুরুত্ব পাবে ◈ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন: ১০-১৫ জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে, ঘটনার সূত্রপাত যেভাবে

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৪, ০৪:২৩ দুপুর
আপডেট : ০৭ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে গরম পানি নিক্ষেপ করে শিশুকে হত্যা চেষ্টা 

মোঃ সোহেল নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরে পূর্ব শত্রুতার জেরে মিফতাহুল জান্নাত তামারা (১০) নামের এক শিশুকে গরম পানি ঢেলে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। 

গুরুতর আহত মিফতাহুল জান্নাত তামারা উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা গোলাম ছারওয়ারের মেয়ে। জান্নাত বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। 

সোমবার (২৬ আগস্ট) রাতে এই ঘটনায় কোম্পানিগঞ্জ থানায় ১০জনকে আসামী করে মামলা দায়ের করেন ভুক্তভোগী জান্নাতের মা দৌলত আরা বেগম। এরআগে গত ১৫ আগস্ট সকালে নিজ বাড়ির সামনে শিশু জান্নাতের ওপর এই নৃশংস ঘটনা ঘটে। 

মামলার এজহারে জান্নাতের মা দৌলত আরা বেগম জানান, স্থানীয় মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেন ও তার পরিবারের লোকজন আমাকে জনহীন পেয়ে প্রতিনিয়ত সম্মানহানী করে আসছে। গত ১৪ আগস্ট সকালে আমির হোসেনের নির্দেশে তার পরিবারের সদস্য সুলতানা আবিদা, রাবেয়া, পুলক, প্রান্ত'সহ সঙ্গবদ্ধ গ্রুপ পূর্ব পরিকল্পিত ভাবে আমার বসত ঘরে হামলা করে।  এসময় তাদের বাধা দিতে গেলে হামলাকারীরা আমাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরত্বর আহত করে।  পরে স্থানীয়দের সহযোগিতায় আমাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি জানান, ঘটনার পরের দিন ১৫ আগস্ট সকালে তার স্বামী গোলাম ছারওয়ার তাদের শিশু কন্যা মিফতাহুল জান্নাত তামারা'কে নিয়ে বাড়ির পাশের দোকানে যাওয়ার সময় আমির হোসেন ও তার সঙ্গীয় সহযোগীরা তাদের পথরোধ করে গোলাম ছারওয়ারকে লক্ষ্য করে গরম পানি নিক্ষেপ করে।  এসময় গোলাম ছারওয়ার মাটিতে লুটিয়ে পড়লে তারা শিশু জান্নাতের মাথায়ও গরম পানি ঢেলে পালিয়ে যায়। এতে জান্নাতের মাথা, মুখ, বুব, পিঠ'সহ শরীরের বিভিন্ন অংশ জ্বলসে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে জান্নাতের অবস্থা সংকটাপন্ন দেখা দেওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় তাকে।

শিশু জান্নাতের বাবা গোলাম ছারওয়ার  জানিয়েছেন, তিনি এবং তার মেয়েকে হত্যার চেষ্টা করা হয়েছে। জান্নাত এখনো চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী থানায় অভিযোগ গ্রহণের বিষয়টি স্বীকার করে বলেন, অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়