শিরোনাম
◈ ট্রাফিক ব্যবস্থাপনায় থাকবে শিক্ষার্থীরা, পাবেন সম্মানী ◈ নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহীনুর মিয়া গ্রেপ্তার ◈ বিএনপির দুই গ্রুপ একইস্থানে সমাবেশ ডাকায় পাবনায় ১৪৪ ধারা জারি ◈ বেনাপোল বন্দরে ৫ শতাংশ শুল্কায়নে আমদানিকৃত ডিম খালাস ◈ যুক্তরাষ্ট্রসহ ৩ দেশের রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ◈ রাষ্ট্রপতি যখন সংসদ ভেঙে দিয়েছেন, তখনই প্রধানমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত হয়ে গেছে: ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ◈ শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য মিথ্যাচার: আসিফ নজরুল (ভিডিও) ◈ হাসিনাকে উৎখাত করা হয়েছে, এখানে পদত্যাগপত্রের কোন ভূমিকা নেই: হাসনাত আব্দুল্লাহ ◈ আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগ নেতাদের বিক্ষোভ ◈ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে একই পরিবারের ৩ জনকে হত্যা

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৪, ০২:২৮ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রাণ দিতে যাওয়ার পথে দুর্ঘটনা, আহত ১২ শিক্ষার্থী

বন্যার্তদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ত্রাণবাহী ট্রাক নোয়াখালী যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফাহিম আহমাদ পলাশ ও একই শিক্ষাবর্ষের সাদমান হায়দারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীদের সহপাঠী পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. আশিক সরকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, বন্যার্তদের জন্য গত দুই দিন ধরে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। সোমবার দিবাগত রাত ৩টার দিকে ট্রাকে করে নোয়াখালী সেনবাগের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে রওনা দেয় বিভাগের শিক্ষার্থীরা।

পথে মীরসরাই পার হওয়ার পর জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে চালকের অসাবধানতার কারণে সামনে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে সামনের আসনে থাকা দুজন শিক্ষার্থী গুরুতর আহত হয় এবং ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

পরিসংখ্যান বিভাগের সভাপতি চন্দন কুমার পোদ্দার গণমাধ্যমকে বলেন, আমি বিষয়টি শুনেছি। তবে আহতদের কারও সঙ্গে যোগাযোগ করতে পারিনি। সূত্র : আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়