শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৪, ০৭:৩১ বিকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পীরগঞ্জে জমির মামলার জের ধরে বাড়িঘর ভাংচুর বিষ দিয়ে মাছ নিধন

আজাদুল ইসলাম আজাদ পীরগঞ্জ রংপুর প্রতিনিধি  : রংপুরের পীরগঞ্জে মামলার জের ধরে বাড়ি-ঘর ভাংচুর পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, পাল্টাপাল্টি অভিযোগ। মঙ্গলবার উপজেলার কাবিলপুর ইউনিয়নের জামির বাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। 

গত কয়েকবছর ধরে বসতবাড়ির জমি নিয়ে ইউনিয়ন পরিষদসহ আদালতে মামলা মোকদ্দমা চলমান রয়েছে। ভাইভাই এর মধ্যে দন্ড নিরসনের চেষ্টা করলেও ছাড় দিতে রাজি নন কেউ। 

জামির বাড়ি গ্রামের আয়নাল মিয়ার ছেলে এনামুল হক বলছেন,  চাচাতো ভাই নজরুল ইসলাম ও লতিফ মিয়ার নির্দেশে তার দুটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে। এতে তার প্রায় ৩ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। এছাড়াও তার জমির প্রায় শতাধিক চারা গাছ উপড়ে ফেলে এবং জমিতে  যাতায়াতের রাস্তা রাখেনি তারা। পুকুর এবং জমিতে হয়রানি হয়ে যাতায়াত করতে হয়। 

একই গ্রামের মৃত আলিম উদ্দিন এর ছেলে নজরুল ইসলাম ও লতিফ মিয়ার পরিবার সূত্রে জানাযায়, তাদের বসতবাড়ির জমি নিয়ে আদালতে মামলা চলছে। বিজ্ঞ আদালতের ফয়সালার অপেক্ষায় রয়েছেন তারা। এদিকে সোমবার রাত ১০ ঘটিকায় আয়নাল মিয়ার পক্ষের ৪০/৫০ জন লোকজন এসে বাড়ি ভাংচুরকরে আগুন দেয়। গোয়াল ঘর থেকে দুটি গরু নিয়ে যায়। বিষয়টি নিয়ে অই রাতেই তারা থানা পুলিশকে অবগত করেন। 

স্থানীয় লোকজন বলছেন, দীর্ঘদিনের পারিবারিক দন্ডের বিষটি না মিটিয়ে এখন জমির উপর তোরজোর করা হচ্ছে। তাদের এ বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক হয়। উক্ত বৈঠকে কেউ কারোই কথা শুনতেন না, যে কারনে এখন আদালতের উপর নির্ভর করছে তারা। 

কাবিলপুর ইউনিয়নের বিট অফিসার এসআই মমতাছির হাসান এর সাথে কথা হলে তিনি বলেন এ বিষয়ে দু পক্ষের অভিযোগ পেয়েছি মৌখিক ভাবে। লিখত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়