শামীম, তারাকান্দা প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায়কাকানী ইউনিয়নে পুঙ্গায়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান কাজল এর পদত্যাগের দাবিতে গত রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ক্ষমতার জোরে ছাত্র-ছাত্রীদের বেতন আদায়ে অনিয়ম,ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়,শিক্ষার্থীর অনুপস্থিতিতে জরিমানা,নিয়োগ বানিজ্য সহ নানান ভাবে অর্থ আত্মসাৎ করে আসছে। প্রধান শিক্ষক অত্র প্রতিষ্ঠান থেকে বিগত সময়ে বে-আইনীভাবে অর্থ আত্মসাৎ করে নিজ নামে কোটি কোটি টাকার জায়গা-জমি করেছে বলে জানায় শিক্ষার্থীরা।
এ বিষয়ে প্রধান শিক্ষক মোবাইলে ফোনে জানান,কয়েকদিন যাবৎ অসুস্থ্যতাজনিত কারণে তিনি ছুটিতে আছেন। সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা জানান,এ বিষয়ে তিনি অবগত নয়। তবে প্রধান শিক্ষকের বিষয়ে খোজঁ নেওয়া হবে।
দুর্নীতিবাজ প্রধান শিক্ষককে দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করতে হবে ও প্রশাসনের সু -দৃষ্টি কামনা করছেন জনসাধারণ ও শিক্ষার্থীরা।