শিরোনাম
◈ পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দায়বদ্ধ: প্রধান উপদেষ্টা ◈ ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের তৃতীয় দিনের মতো বিক্ষোভ (ভিডিও) ◈ ভোটারকে ঘুষি মারার দায়ে ব্রিটিশ এমপির কারাদণ্ড (ভিডিও) ◈ ২০০৭ সালে চাকরিচ্যুত ৮৫ নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ ◈ চব্বিশের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে আ.লীগ কর্মীদের তোপের মুখে ওয়াশিংটন দূতাবাস কর্মকর্তা ◈ ডিসেম্বরে নির্বাচন ঘিরে সরব রাজনৈতিক  ◈ ধর্ষণের শিকার দাবি করা সেই শিক্ষার্থীর বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে দুই ম্যাচে বাংলাদেশি ব্যাটারদের ৩৪০ ডট বল ◈ সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি ◈ বাংলাদেশ দলের কনসালটেন্ট শ্রীরাম এখন চেন্নাই সুপার কিংসের সহকারী বোলিং কোচ

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৪, ০৩:২০ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক সংস্কার ও পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় চলাচলে দুর্ভোগ

এম এ মোতালেব সরকার,  ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : দীর্ঘদিনের ধরে সড়ক সংস্কার ও পানি নিস্কাশনের ব্যবস্থা না হওয়ার ময়মনসিংহের ফুলপুরের ভাইটকান্দি বাজার রোডে অগ্রণী ব্যাংক সংলগ্ন এলাকা এখন দুর্ভোগের অপর নাম হয়ে উঠেছে। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার কবলে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। পাকা সড়ক ভেঙে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত।  

এ  সড়কে প্রতিদিন  হাজার হাজার পথচারী ও যানবাহন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি প্রায়ই গাড়ি উল্টে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। 

সরেজমিনে দেখা গেছে, ভাইটকান্দি বাজার রোডে রাস্তা দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থী সহ নানা শ্রেণি পেশার মানুষ।  স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।

ভাইটকান্দি বাজারের ব্যবসায়ী মোবারক হুসাইন মাসুদ বলেন, একটু বৃষ্টি হলেই রাস্তা গুলোতে পানি আর কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ভাইটকান্দি বাজারের রাস্তা পানি নিস্কানের জন্য ড্রেনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ বিষয়ে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার  ও  উপজেলা পরিষদ এবি.এম আরিফুল ইসলাম বলেন, ভাইটকান্দি বাজারের রাস্তাটি দ্রত মেরামত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়