তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।এ ঘটনায় আরো আহত হয়েছেন সিএনজির ৫ যাত্রী । (২৫ আগষ্ট) বোববার সকালে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে শাহীন ৪০) ও শহরের মধ্যপাড়া এলাকার চঞ্চল (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল সাড়ে ১০ টায় আখাউড়াগামী একটি মোটরসাইকেলে সাথে আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দু’জন ঘটনাস্থলে প্রাণ হারায়।
অটোরিক্সার চালকসহ ৫ জন যাত্রী আহত হন। আহতদের চিকিৎসার জন্য আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।