রাশিদ রিয়াজঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যে নতুন সূর্য উঠেছে, সেটাকে মাথায় রাখতে হবে। রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। তা না হলে বেশি দিন টেকা যাবে না।’
শনিবার সন্ধ্যায় নোয়াখালীর সুবর্ণচরের চেউয়াখালী বাজারে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, 'আওয়ামী লীগ যে লুটপাট, চাঁদাবাজি, মাস্তানি ও দখল করেছে, সেটা কি আমরা করতে পারব, আপনারা কি সেটা করতে পারবেন? বাধা দিতে হবে।'
'গত ১৪-১৫ দিনে বাংলাদেশের মানুষের মনোজগতের যে পরিবর্তন। আমরা যদি না বুঝি, আগামী দিনে বিএনপির রাজনীতি কঠিন হয়ে যাবে', বলেন তিনি।
এই বিএনপি নেতা বলেন, 'সবাইকে জনগণের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হবে। কোনো ধরনের অন্যায় অবিচার করতে দেওয়া যাবে না। চাঁদাবাজি, মাস্তানি, দখলদারি করতে দেওয়া যাবে না। যারা করবে তাদের বাধাগ্রস্ত করতে হবে।'
তিনি বলেন, 'বাংলাদেশের মালিক জনগণ। এ বিশ্বাস বিএনপিকে রাখতে হবে। স্বৈরাচার, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, নিপীড়নকারী চলে গেছে। আমাদের পরিবর্তন হতে হবে। আমরা আবার সে দিকে চলতে পারব না।'
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আমীর খসরু বলেন, 'আপনাদের ন্যায়ের পথে চলতে হবে। এর বাহিরে যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা-আকাঙ্ক্ষা জেগেছে। যে নতুন সূর্য উঠেছে, সেটাকে মাথায় রাখতে হবে। রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। তা না হলে বেশি দিন টেকা যাবে না।'