শিরোনাম
◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৪, ০৯:১১ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংখ্যালঘু বলতে কিছু নেই, এদেশ সকল ধর্মের মানুষের : জামায়াতের আমীর

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান
মো: জমশেদ আলী , মৌলভীবাজার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বন্যায় ক্ষত বিক্ষত জনপদের দু:খী ভাইবোনদের পাশে দাঁড়াতে এসেছি। ভারত থেকে নেমে আসা ও পাহাড়ি ঢলে বন্যায় মারা যাওয়া লোকদের দাফন করারও জায়গা পাওয়া যাচ্ছে না। পানিবন্দী লোকদের কেউ কেউ টিনের চালায়ও রাত কাটিয়েছেন। এদেশ আঠারো কোটি মানুষের। কে হিন্দু, কে মুসলিম সেটি দেখার বিষয় নয়। সবার সমান অধিকার রয়েছে। সংখ্যালঘু বলতে কিছু নেই, এদেশ সকল ধর্মের মানুষের। সম্প্রডু মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ বাজারে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে শনিবার বিকেলে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ আর কখনো জালিম সরকারকে দেখতে চায় না। জালিম কোন সরকার যেন আর ফিরে না আসে। অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে একটা পরিবর্তন হয়েছে। অনেক ত্যাগ তিতিক্ষার  পর যে নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে আর কখনো যেন কোন জালিম সরকার ফিরে না আসে। 
  
তিনি ছাত্রজনতাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ছাত্র-তরুন, যুবকদের রক্তের বিনিময়ে বৈষম্যবিরোধী আন্দোলনের তোড়ে দেশ থেকে আওয়ামী জালিম সরকার পালিয়েছে। তাদের জন্য আমরা দোয়া করি। এ সময় বন্যা দুর্গত লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
সম্পাদনা :  মুসবা
 
এমটি
 
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়